সকাল
১০.৩৫ বই পড়ি জীবন গড়ি
১১:০৫ প্রকৃতি ও জীবন (পুনঃপ্রচার)
১১:৩০ নাভানা র্ফামা স্বাস্থ্য আলাপ
০১:০৫ তৃতীয় মাত্রায় আপনি
০১.৪০ পাঠক সমাবেশ
০৩:০৫ এ সপ্তাহের টেলিফিল্ম ‘পথের মানুষ ঘরের মানুষ’
‘পথের মানুষ ঘরের মানুষ’
প্রাণ রায়, ফারহানা মিলিকে এক সাথে দেখা যাবে অনেক দিন পর। এ জুটি স¤প্রতি ‘পথের মানুষ ঘরের মানুষ’ নামের একটি টেলিফিল্মের অভিনয় করেছেন। যা চ্যানেল আই দেখাবে ২৭ জানুয়ারি বিকেল ০৩:০৫। এতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রুহুল আমিন প্রমুখ। এ টেলিফিল্মটি রচনা করেছেন কামরুল আহসান। পরিচালনায় শামীমা তুষ্টি।
সন্ধ্যা
০৮:০০ ধারাবাহিক নাটক ‘ষন্ডা পান্ডা’
পরিচালনায় সালাহউদ্দিন লাভলু।
০৮.৩০ মেট্রোসেম টু দি পয়েন্ট
৯:৩৫ ‘জয়জয়ন্তী’ প্রথম পর্ব
উপস্থাপনা ও পরিচালনায় অভিনেত্রী আফসানা মিমি।
‘জয়জয়ন্তী’
জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির উপস্থাপনা ও পরিচালনায় শুরু হচ্ছে তরুণদের নানান ভাবনা নিয়ে অনুষ্ঠান ‘জয়জয়ন্তী’। প্রথম পর্বে রয়েছে বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে তারা কেমন বাংলাদেশ চায়? বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাবও দেন আফসানা মিমি। নজরুল সৈয়দের গ্রন্থনায় আফসানা মিমির উপস্থাপনায় ‘জয়জয়ন্ততী’ অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আগামী ২৭ জানুয়ারি শুক্রবার রাত ৯.৩৫ মিনিটে। এরপর থেকে অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত হবে।
আরো পড়ুন : শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও সরবরাহ ঘাটতিতে ঘন ঘন লোড শেডিং