গোমস্তাপুরে ইভিএম ভোটার প্রদান বিষয়ক অবহতিকরণ গম্ভীরা গান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সংসদীয় ৪৪,চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ নেওয়া হচ্ছে। এ উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলার তিনটি স্থানে ভোটারদের ভোটপ্রদান পদ্ধতি সম্পর্কে অবহিতকরণের কার্যক্রমের আওতায় প্রজেক্টর ও গম্ভীরা গানের মাধ্যমে প্রচার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসের সহযোগিতার অনুষ্ঠিত অবহিতকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আসাদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এতে গম্ভীরা গানের মাধ্যমে ইভিএম এ ভোটাদের ভোট প্রদান বিষয়ের দিক নির্দেশনাগুলো তুলে ধরা হয়। উল্লেখ্য গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে, রহনপুর পৌর এলাকার কলেজমোড়ে ও গোমস্তাপুর বাজারে এই কার্যক্রম চালানো হয়।
গোমস্তাপুরে ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যক্তি উদ্যোগে অসহায়,দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নেে দু’টি স্থানে এগুলো বিতরণ করা হয়। বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর থানা বিএনপির যুগ্নআহবায়ক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্য আনজারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সমাজ সেবক আবুল হায়াত, হারুনুর রশিদ, সদরুল মড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকারী আবুল কালাম আজাদ বলেন, এরআগে গোমস্তাপুর ইউনিয়নের অন্য ওয়ার্ডে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত জনগণকে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও লালকোপরা এলাকায় অর্ধশতাধিক ব্যক্তিকে কম্বল তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, এলাকার গরীব ও অসহায়দের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থাকব। এ সময় তিনি তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ
আরো পড়ুন : ভোলাহাটের যত খবর