বইবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’য়ের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দ সম্মিলন

তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন শিল্প-সাহিত্য

নিজস্ব প্রতিবেদক : বইবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’–এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হলো আনন্দ সম্মিলন। শুক্রবার বিকেল চারটায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই আনন্দ সম্মিলনের আয়োজন করে এবং বই।

শিল্পী প্রমিলা বিশ্বাসের রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাশিল্পী আহমদ বশীর।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এবং বই সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ।

আনন্দ সম্মিলনে বক্তব্য দেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি সৈকত হাবীব, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, লেখক ও সাংবাদিক আমিন আল রশীদ, কথাশিল্পী সৈয়দ কামরুল হাসান, প্রকাশক হাসান তারেক, অনুবাদক ও প্রাবন্ধিক সুরজিৎ রায় মজুমদার, অনুবাদক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মোহম্মদ, কথাসাহিত্যিক রোখসানা কাজল, কবি ফারুক সুমন, আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, কবি জীবন তাপস তন্ময়, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি ইমরান মাহফুজ, গল্পকার পলাশ মজুমদার, লেখক সপঞ্জয় চৌধুরী, পরিবেশ ও নদীরক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, কবি আলমগীর হোসেন, কবি ও গল্পকার খালেদ চৌধুরী, লোকগবেষক আঁখি হক, সুলতানা রাজিয়া শান্তা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও লেখক ড. কাজল রশীদ শাহীন, নদী অধিকার মঞ্চের সদস্যসচিব শমশের আলী, কথাশিল্পী সামস সাইদ, লেখক মাজহার জীবন, লেখক ও সাংবাদিক গাজী মনসুর আজীজ, প্রকাশক রহিম রানা, ব্যাংকার মোজাম্মেল হক হিমেল, আবদুল্লা আল কারিম প্রমুখ।

আলোচনায় অতিথিরা এবং বই–এর পথচলায় শুভকামনা জানিয়ে বলেন, এবং বই–এর নিয়মিত প্রকাশনা একটি কঠিন চ্যালেঞ্জ। বিজ্ঞাপনবিহীন এই পত্রিকা টিকিয়ে রাখতে হবে। ইতিমধ্যে এবং বই পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সে লক্ষ্যে পত্রিকার মান বৃদ্ধিতে নজর দিতে হবে।

আরো পড়ুন : জবি পদার্থবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *