নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৪ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলেজটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ উৎসবের আয়োজন করে।
১৯৫৫ থেকে ২০২২ সাল পর্যন্ত কলেজের বিভিন্ন ব্যাচের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন ব্যাচের প্রাক্তন এই শিক্ষার্থীদের স্মৃতিচারণার পাশাপাশি ব্যাচভিত্তিক পরিবেশনা, কলেজের ছাত্রদের সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্নভোজ ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, নটর ডেম কলেজ দেশের শিক্ষাবিস্তারে একটি মাইলফলক। এই কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা দেশ–বিদেশের বিভিন্ন সেক্টরে উজ্জ্বল স্বাক্ষর রেখে কলেজের সুনাম বয়ে এনেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। কলেজটির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন তাঁরা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান এবং আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।
আরো পড়ুন : আজীবন সম্মাননাসহ ২৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা