হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামের শিশু তিশা আক্তার (৯) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সিরাজুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার সন্ধ্যায় ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের পুত্র সিরাজুল ইসলাম আব্দাল (১৮) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালতের বরাতে (এসআই) মমিনুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সকালে তিশাদের বাড়ির পাশে ক্রিকেট খেলছিল সিরাজুল ইসলাম আব্দাল। খেলার সময় সিরাজুলের ক্রিকেট বল তিশার মাথায় পড়ে। এই ঘটনায় তিশা সিরাজকে গালিগালাজ করে। একপর্যায়ে সিরাজ হাতে থাকা স্ট্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় তিশা। এরপর সিরাজ ভয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় তিশার মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তি ও তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, সিরাজই তাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও কললিস্টের সূত্র ধরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাও প্রেমপুর গ্রাম থেকে সিরাজকে আটক করে পুলিশ। শনিবার সন্ধ্যায় জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আরো পড়ুন : ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত আছেন বুয়েট শিক্ষক