১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকা এবং দম্পতিদের কাছে এটি বিশেষ একটি দিন। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা একে অপরকে বিভিন্ন উপহার দিয়ে থাকেন। অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না, প্রিয়জনকে ঠিক কী গিফট প্রদান করা যায়।
এর অবশ্য নির্দিষ্ট কোনো সূত্র নেই। একেকজনের প্রয়োজন একেকরকম। আপনার প্রিয়জনের পছন্দ, রুচি, প্রয়োজন অনুসারে গিফট কিনতে পারেন। তারপরও আপনাকে সহায়তা করতে কিছু আইডিয়া দেওয়া হচ্ছে এখানে—
মেয়েদের জন্য গিফট আইডিয়া
বিউটি কিট
যদি আপনার প্রেমিকা বা স্ত্রী মেকআপ করতে বেশি পছন্দ করেন, তবে আপনি তাকে একটি সুন্দর বিউটি কিট উপহার দিতে পারেন। এটা পেয়ে আপনার ভালোবাসার মানুষটি নিশ্চয়ই অনেক খুশি হবে।
হিল
অনেক নারীই হিল পরতে পছন্দ করেন। বাজারেও অনেক স্টাইলিশ হিল পাওয়া যায়। আপনার প্রেমিকা বা জীবনসঙ্গী যদি হিল পরতে পছন্দ করেন তবে তাকে একটি স্টাইলিশ হিল গিফট করতে পারেন।
হ্যান্ডব্যাগ
বেশিরভাগ মেয়েরাই পোশাকের সঙ্গে ম্যাচিং করে হ্যান্ডব্যাগ নিতে ভালোবাসে। আপনার প্রেমিকাও যদি এটি পছন্দ করে, তাহলে এই ভালোবাসা দিবসে আপনি তাকে একটি হ্যান্ডব্যাগ উপহার দিতে পারেন।
স্কার্ফ
এখন মার্কেটে বিভিন্ন ধরনের স্টাইলিশ স্কার্ফ পাওয়া যায়। এগুলো ড্রেসের সাথে মিলিয়ে নিলে দেখতে বেশ সুন্দর লাগে। আপনি আপনার সঙ্গীর জন্য নরম ও হালকা রঙের একটি স্কার্ফ কিনতেই পারেন।
ছেলেদের জন্য গিফট আইডিয়া
ট্রিমার
এটি সব পুরুষের কাছেই খুব প্রয়োজনীয় একটি জিনিস। বাজারে বিভিন্ন দামের তাই এই বিশেষ দিনে আপনি আপনার জীবনসঙ্গীকে একটা ভাল ট্রিমার গিফ্ট করতেই পারেন।
হেয়ার জেল
একবার হলেও হয়তো আপনার চোখে পড়েছে যে, আপনার সঙ্গী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার চুল সেট করার জন্য, কিন্তু বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। এরকম পরিস্থিতি যাতে দ্বিতীয়বার না হয়, তার জন্য আপনি তাকে হেয়ার জেল গিফট করতে পারেন।
পারফিউম
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আপনি আপনার সঙ্গীকে পারফিউম গিফট করতে পারেন। কোনওভাবে তার পছন্দের পারফিউমের নামটা জেনে নিন, ব্যস তারপর কিনে ফেলুন। দেখবেন এটা পেয়ে সে খুশি হবে।
ওয়ালেট
ওয়ালেট খুবই দরকারি একটি জিনিস। তাই এই ভ্যালেন্টাইনস ডেতে পার্টনারকে ওয়ালেট গিফট করতেই পারেন।
শার্ট-পাঞ্জাবি
এই ভালবাসা দিবসে মনের মানুষটিকে পাঞ্জাবি বা শার্ট গিফট করতে পারেন। কেনার সময় অবশ্যই আপনার সঙ্গীর পছন্দের কথা মাথায় রাখবেন।
আরো পড়ুন : জেনে নিন রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু