প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ময়মনসিংহের ৭৩ উন্নয়ন প্রকল্প

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ দিয়ে তিনি ময়মনসিংহে বাস্তবায়িত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছান।

পরে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রথমে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন সরকার।

সার্কিট হাউস ময়দানে জনসভা মঞ্চের পাশে স্থাপিত উন্নয়ন প্রকল্প উদ্বোধনী মঞ্চে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী মঞ্চে আসনগ্রহণ করলে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ফুল ও নৌকা প্রতীকের রেপ্লিকা তুলে দেন। পরে জাতীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ময়মনসিংহ বিভাগীয় জনসভার আনুষ্ঠানিকতা।

আরো পড়ুন : বিদ্যুৎ, জ্বালানি, লজিস্টিক ও কৃষি খাতে বিনিয়োগ করবে সৌদি আরব

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *