প্রথমবার ভারতকে অস্কার এনে দেওয়া রে স্টিভেনসন মারা গেলেন
প্রথমবার ভারতকে অস্কার এনে দেওয়া সিনেমা ‘আরআরআর’-এ দিল্লির গভর্নর চরিত্রে (খলচরিত্র) অভিনয় করা মার্কিন অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। ২১ এপ্রিল রাতে তিনি মারা যান বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তবে কিভাবে স্টিভেনসনের মৃত্যু হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তার প্রতিনিধিরা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে শুধু জানিয়েছেন, তিনি […]
Continue Reading