নিজস্ব প্রতিবেদক : মিসরের ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। এসব কর্মকর্তার বিরুদ্ধে ১ হাজার ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ এ মামলা করেছে।
মামলায় বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ গ্রহণ করেন। একই সঙ্গে রি-ডেলিভারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সর্বমোট ১ হাজার ১৬১ কোটি টাকার ক্ষতি সাধন করে অর্থ আত্মসাৎ করেছেন।
মামলার আসামিরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অপারেশনসের সাবেক পরিচালক ক্যাপ্টেন ইশরাত আহমেদ (৬২), উপপ্রধান প্রকৌশলী শফিকুল আলম সিদ্দিক (৬৩), মহাব্যবস্থাপক (মুদ্রণ ও প্রকাশনা) আবদুর রহমান ফারুকী (৫৫), সাবেক প্রধান প্রকৌশলী শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ (৫৫), সাবেক প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী (৬৩), পরামর্শক গোলাম সারওয়ার (৭৩), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা সাদেকুল ইসলাম ভূঞা (৫১), বিমান বাংলাদেশের উপব্যবস্থাপক কামাল উদ্দিন আহমেদ (৫২), বিমান বাংলাদেশের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান (৫৬), প্রধান প্রকৌশলী (কাস্টমার সার্ভিস) শরীফ রুহুল কুদ্দুস (৫৩), সাবেক ক্যাপ্টেন নজরুল ইসলাম শামিম(৬৫), উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ (৪৯), বিমানের সাবেক চিফ পার্সার কাজী মোসাদ্দেক আলী (৬৫), বিমানের ফ্লাইট পার্সার শহিদুল্লাহ কায়সার ডিউক (৫০), উপব্যবস্থাপক আজাদ রহমান (৫৭), বিমানের সাবেক ব্যবস্থাপক আবদুল কাদির (৫৭), সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান (৬৩), সাবেক প্রকৌশলী মো. জাহিদ হোসেন (৫৭), সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) ফজলুল হক বসুনিয়া (৫৭), ব্যবস্থাপক আতাউর রহমান (৫১), সাবেক চিফ পার্সার মোহাম্মদ সাজ্জাদ উল হক (৬৫), ফ্লাইট পার্সার শাহনাজ বেগম ঝর্ণা (৫০) এবং সাবেক প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবাল (৫৯)।
আরো পড়ুন : নিরপেক্ষ রাষ্ট্রগুলোকে রাশিয়াবিরোধী অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র