বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এদিকে কর্মসূচি পালন শেষে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করেছে বিরোধীরা।
গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে আগুন দেওয়া হয় বাড়িটিতে। ফলে বাড়িটি পুড়ে গিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রোকেয়া প্রাচী বলেন, ‘হোক সকল হত্যার, সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে তিনিসহ বঙ্গবন্ধুপ্রেমী আরও কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন।
এ আয়োজনে উপস্থিত সবার ওপরে হামলা হয়েছে বলে অভিযোগ করেন রোকেয়া প্রাচী।
তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমাদের ওপর হঠাৎ করে অতর্কিত হামলা হয়। আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছিলাম, কিন্তু আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে প্রচণ্ড মারধর করা হয়।’
তাকে টার্গেট করেই এ হামলা হয়েছে বলে জানান রোকেয়া প্রাচী।
কান্না বিজড়িত কণ্ঠে এই অভিনেত্রী বলেন, ‘তারা আমার জন্য এসেছিল। তাদের প্রত্যেককে শিক্ষিত বলে মনে হয়েছে, তারা পরিমার্জিত ভাষায় কথা বলছিল। তাদের আচরণ থেকে, আমার মনে হয়েছে যে তারা সাধারণ অপরাধী নয়।’
এর আগে রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানানোর জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্যও দোয়া চেয়েছেন।
সুত্র- যুগান্তর অনলাইন
আরো পড়ুন : এবার গ্রেফতার হলেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত