অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এর পর্দা উঠছে আজ

ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন মুক্তমত লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

বাঙালির সাহিত্য ও সংস্কৃতির বড় আসর অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এর পর্দা উঠছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করবেন। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানের বড় অংশ জুড়ে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। তবে মেলা শুরু আগের দিনও স্টল-প্যাভেলিয়ন তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়নি। বাংলা একাডেমি অংশে কাজ অনেকটা হলেও সোহরাওয়ার্দী উদ্যান অংশে অধিকাংশ স্টল-প্যাভেলিয়নের কাজ বাকি। শেষ সময়ে এসব স্টল-প্যাভেলিয়নে চলছে পুরোদমে কাজ। তবে সংশ্লিষ্টরা জানান, দ্রুতই শেষ হবে বাকি কাজ। আর যেসব স্টলে নির্মাণকাজ শেষ হয়েছে সেখানে চলছে সাজসজ্জা ও বই সাজিয়ে রাখার কাজ।

এদিকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলা একাডেমি অংশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে গত মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে এবারের মেলায় ৬৩৫ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০ প্রতিষ্ঠান ১৭৩ ইউনিট এবং সোহরওয়ার্দী উদ্যান অংশে ৫১৫ প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। গত বছরের মতো রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশুচত্বর। মেলা চলবে প্রতি দিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ এবং বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে গ্রন্থমেলা। বরাবরের মতো এবারো শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে।

তবে এবার মেলায় স্টল-প্যাভিলিয়ন ও ভিন্ন মঞ্চের অবস্থানগত খুব একটি পরিবর্তন আসেনি। গত বছরের মতো এবারো মেলার মূলমঞ্চ হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ তৈরি করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। রমনা কালী মন্দিরের পাশে থাকছে ‘শিশুচত্বর’। সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে সৃজনশীল প্রকাশনা সংস্থা ও লিটলম্যাগ চত্বর।

গত ২৩শে জানুয়ারি অনলাইনে লটারির মাধ্যমে শেষ হয়েছে মেলার স্টল বরাদ্দের কার্যক্রম। এবার মেলায় ৫৭৩টি প্রতিষ্ঠানকে মোট ৮৯৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে ৭৮৬টি সাধারণ স্টল এবং ১০৯টি স্টল লিটল ম্যাগাজিন চত্বরকে দেয়া হয়েছে বলে জানান গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম মুজাহিদুল ইসলাম।

২০২৪ সাল অধিবর্ষ একবার মেলায় একটি অতিরিক্ত দিন পাচ্ছেন পাঠক-দর্শনার্থী ও প্রকাশকেরা। এদিকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর ১১টি বিভাগে ১৬ জনকে সাহিত্য পুরস্কার-২০২৩ তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে ম্যাসব্যাপী মেলাকে নিরাপদ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মেলা প্রাঙ্গণের প্রতিটি গেটেই থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। মেলা প্রাঙ্গণে বিভিন্ন রকম গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে যেকোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরো পড়ুন : তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুরু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *