অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ মান্দায় অধ্যক্ষের বিরুদ্ধে

অর্থনীতি ক্রাইম নিউজ দুর্নীতি পুরুষ প্রচ্ছদ শিক্ষা

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় বেসরকারি শিক্ষক নিবন্ধনের (এনটিআরসিএ) নির্বাচিত শিক্ষকদের কাছ থেকে অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ করেছে একটি কুচক্র মহল, তিনি বহু দিন ধরে সুনাম সাথে কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের পদে দায়িত্বে পালন করছেন। জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) গত ১৭ জানুয়ারির স্মারক অনুযায়ী সুপারিশ করা হয়। সুপারিশপত্র অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়। সে আলোকে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার নিয়ম রয়েছে ওই শিক্ষকদের। সে অনুযায়ী শিক্ষকগণ স্ব-স্ব প্রতিষ্ঠানে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করবেন। নিয়ম অনুযায়ী ৫ জন শিক্ষক উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় যোগদান করতে যান। যোগদান কালে ৫ জন শিক্ষিক মধ্যে ৪ জন যোগদান করেন, এদের মধ্যে দুলাল উদ্দিন নামে এক শিক্ষক রাজশাহীর মোহনপুর উপজেলার ৪৮/৫০ কিলোমিটার দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় সে চাকরিতে যোগদান করবেনা বলে, অধ্যক্ষের ও কমিটির বিরুদ্ধে অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত করে মান ক্ষুন্ন করার পায়তারা চালান। এ ব্যাপারে অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, সরকারি নিয়ম-নীতি মেনে এনটিআরসিএর নির্বাচিত ৫ শিক্ষিতদের মধ্যে ৪ শিক্ষক যোগদান করছেন, আর ১ জন শিক্ষিকের বাড়ি দূরবর্তী হয় সে যোগদান করেনি। অভিযোগ কারী দুলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাসা দুরে হওয়া আমি মাদ্রাসায় যোগদান কারীনি। আর আমি কেন সাংবাদিকদের লেলিয়ে দিবো সংবাদ প্রকাশ করনার জন্য। এ ব্যাপারে এনটিআরসিএর নির্বাচিত শিক্ষক দুলাল জানান, কিছু সমস্যা হওযার কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠান যোগদান করতে অনীহা প্রকাশ করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, যোগদানকৃত অর্থ আদায়ের কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে কথা হলে তিনি জানান, অর্থ নেয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।
মোঃ হাবিবুর রহমান, মান্দা, নওগাঁ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *