অস্ত্রের মুখে জিম্মি; অতঃপর নেত্রকোনা ব্যবসায়ীর বাসায় ডাকাতি

ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

নেত্রকোনা প্রতিনিধি : পূর্বধলার হিরনপুরে অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৯ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার ভোরে পূর্বধলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে পারিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রেখে মালামাল ও নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। ডাকতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের বিভিন্ন ইউনি মাঠে কাজ করছে।

আরো পড়ুন : ভালো কাজের প্রলোভন; অতঃপর সাজাভোগের পর দেশে ফিরল ১৫ নারী-শিশু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *