আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম রেকজেনেস উপদ্বীপ বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। যার জেরে এর আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের আশঙ্কা দেখা দিয়েছে। লাগাতার ভূমিকম্পের পরই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা । সেইসঙ্গে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগের একটি বিবৃতিতে জানানো হয়েছে, দেশের জাতীয় পুলিশ প্রধান গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের (ক্রিয়াকলাপ) কারণে নাগরিক সুরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন “।
প্রশাসন সতর্ক করেছে যে, ভূমিকম্প আরও বাড়তে পারে, যার ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হতে পারে। আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) ইঙ্গিত দিয়েছে যে, একটি অগ্ন্যুৎপাত হতে পারে কয়েক দিনের মধ্যে। গ্রিন্ডাভিক, আনুমানিক ৪০০০ বাসিন্দার বাসস্থান, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অগ্ন্যুৎপাতের আশঙ্কায় গ্রামের মানুষকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
গ্রিন্ডাভিকের উত্তরে ৫.২ মাত্রার দুটি উল্লেখযোগ্য ভূমিকম্প ৪০ কিলোমিটার দূরে রেকজাভিক পর্যন্ত অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কারণে গ্রিন্ডাভিকের একটি রাস্তা বন্ধ হয়ে গেছে।আইএমও অক্টোবরের শেষ থেকে উপদ্বীপে ২৪৪,০০০ টিরও বেশি কম্পনের রিপোর্ট করেছে, শুধুমাত্র শুক্রবারে প্রায় ৮০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ম্যাগমা জমে থাকা সম্ভাব্য আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সম্ভাবনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
গ্রিন্ডাভিকে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, নিরাপত্তার জন্য টহল জাহাজ থর মোতায়েন করা হয়েছে। বেসামরিক সুরক্ষা অধিদপ্তরও যাতায়াতকারীদের সাহায্য করার জন্য তিনটি স্থানে তথ্য কেন্দ্র স্থাপন করেছে। ব্লু লেগুন, গ্রিন্ডাভিকের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছে। আইসল্যান্ড ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরির সিস্টেম সহ, মিড-আটলান্টিক রিজের অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্প প্রত্যক্ষ করে । ২০২১ সাল থেকে তিনটি অগ্ন্যুৎপাত এই অঞ্চলের বর্ধিত আগ্নেয়গিরির কার্যকলাপকে বাড়িয়ে দিয়েছে । ভূমিকম্পের জেরে ২০২১ সালের আগে আট শতাব্দী ধরে সুপ্ত রেইকজেনস আগ্নেয়গিরি সিস্টেম, উচ্চতর অগ্ন্যুৎপাতের একটি নতুন চক্র প্রদর্শন করে যা কয়েক দশক বা শতাব্দী ধরে চলতে পারে।
সূত্র : livemint
আরো পড়ুন : লক্ষ্মীপুর-৩ এর উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে সিল মারা আজাদ পুলিশ হেফাজতে