আওয়ামী লীগ ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে

প্রচ্ছদ মুক্তমত রাজনীতি

স্টাফ রিপোর্টার : এ সরকারের বড় দুর্বলতা হচ্ছে তারা নির্বাচিত নয়। আওয়ামী লীগ ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সে কারণেই তারা সন্ত্রাসের মাধ্যমে, মামলা-মোকদ্দমা করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, কর্মসূচিগুলোকে পণ্ড করে দিয়ে আবারো ক্ষমতায় ফিরে আসতে চায়।

হামলায় আহত হয়ে রাজধানীর রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন ব্যাপারী। গতকাল তাকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, ৮ই এপ্রিল নাটোরের নেতাকর্মীরা যখন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য আসছিলেন, তখন আওয়ামী লীগ ও যুবলীগ পুলিশের ছত্রচ্ছায়ায় আক্রমণ করে। তাকে (আবুল হোসেন) একা পেয়ে যথেচ্ছভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। তার রগগুলো কেটে যায়। হাত-পা কেটে ভেঙে দেয়। নৃশংস। সত্যি কথা বলতে কী, পুলিশ যদি রক্ষা না করতো, সে মারাই যেত।

আওয়ামী লীগ সরকার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, একদিকে তারা পুলিশের ছত্রচ্ছায়ায় করে, আওয়ামী লীগের মন্ত্রীরা-এমপিরা মুখে এক কথা বলেন, কাজ করেন ঠিক উল্টো।

এ সরকারের বড় দুর্বলতা হচ্ছে তারা নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আওয়ামী লীগ ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে দেখবেন, আওয়ামী লীগ ৩০টি আসনও খুঁজে পাবে না।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে যাবার প্রশ্নই উঠতে পারে না। আমরা কোনো ট্র্যাপে যাচ্ছি না। তাদের (সরকার) ট্র্যাপকে উল্টে ফেলে দেবো। আমাদের আন্দোলন একটাই, এই আন্দোলন হচ্ছে এই সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন হবে না। আমরা স্পষ্ট করে বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা যদি না নিয়ে আসে, পদত্যাগ না করে, তাহলে এ দেশে কোনো নির্বাচন হবে না।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেতে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যার বিষয়ে নাফিজ আলম নামের এক ভুক্তভোগী সাক্ষাৎকার দিয়েছিলেন। তার ভাই অভিযোগ করেছেন, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা থেকে প্রমাণিত হয়, র‍্যাব এই অসাংবিধানিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত। এখানে যেই কথা বলছে, তার মুখ বন্ধ করার চেষ্টা করছে। র‍্যাব নয়, মূলত এর দায় সরকারের। র‍্যাব হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, সরকারের আজ্ঞাবহ। সরকার যেভাবে চাইছে, তারা সেভাবে ব্যবহৃত হচ্ছে।
হাসপাতালে বিএনপি’র মহাসচিবের সঙ্গে দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ও বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : আজ একনেকে উঠছে ১০ প্রকল্প

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *