আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিমন্ত্রী রাসেলসহ অধ্যক্ষকে শোকজ

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

গাজীপুর প্রতিনিধি  : গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়। বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান তাদের এ শোকজ করেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত টঙ্গী সাহাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে গত বৃহস্পতিবার সভা করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। যার কারণে প্রার্থী জাহিদ আহসান রাসেল এবং ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। দুই দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এছাড়া বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা প্রতীকের সমর্থক আব্দুল জলিল গাজীকে চার হাজার টাকা এবং ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থক ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিনকে চার হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। তাকে সমর্থন দিয়ে মাঠ মাতিয়ে তুলেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ তার সমর্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও নেতাকর্মীরা।

এর ২-৩ দিন আগে মহানগর কেজি স্কুল এসোসিয়েশনের বার্ষিক শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবার পরিজনসহ অন্তত ১০-১২ হাজার সদস্যের উপস্থিতিতে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিপুল জনসমাগম ঘটানোর অভিযোগে ওই এসোসিয়েশনের সভাপতিকে ৫০ হাজার এবং ভেনু মালিককে পর্যটক লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে অনুষ্ঠান বন্ধ করা হয়।

এ আসনটি সদর উপজেলার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-২। এখানে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন। এ আসনে কাগজ-কলমে ৮ জন প্রার্থীর নাম থাকলেও মুল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন দুইজন। তারা হলেন- আওয়ামী লীগ (নৌকা) প্রতীক এর প্রার্থী বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বনাম ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।

আরো পড়ুন : সাঁথিয়ায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৩০

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *