আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুসম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য; ভারতে ৭ দিনের শোক

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি ধর্ম পুরুষ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

কলকাতা প্রতিনিধি : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুসম্পন্ন হবে। ইতিমধ্যেই সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। আনুষ্ঠানিকভাবে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা ঘোষণা করা হয়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তার মতিলাল নেহরু মার্গের বাসভবনে শায়িত রাখা হয়েছে। সেখানে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুও। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও তাকে শ্রদ্ধা জানান। শনিবার তার মরদেহ কংগ্রেসের সদর দপ্তরে রাখা হবে সকলের শ্রদ্ধা জানানোর জন্য। সেখান থেকেই নিয়ে যাওয়া হবে রাজঘাটের কাছে শেষকৃত্যের জন্য। মনমোহন সিংয়ের প্রয়াণে বিশ্বের রাষ্ট্রপ্রধান এরং নেতৃবৃন্দ শোক বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হন। সেদিন সন্ধ্যায় তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অনেক চেষ্টা করেই জ্ঞান ফেরাতে ব্যর্থ হন। রাত ৯টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গিয়েছেন।

বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের চিঠি দিয়ে বলেছেন, মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ২৬শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে।

মনমোহন সিং ছিলেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদও। তার হাত দিয়েই ভারতে উদার অর্থনীতির সূচনা হয়েছিল। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। ২০১৪ সালে বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এ ছাড়া পিভি নরসিমা রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন মনমোহন। ছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নরও।

আরো পড়ুন : দুর্ঘটনা নাকি নাশকতার আগুনে পুড়ল প্রশাসনের গুরুত্বপূর্ণ ভবন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *