আজ মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে বিজিপিসহ ৩৩০ জনকে

আন্তর্জাতিক জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ প্রবাস হ্যালোআড্ডা

কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি : মিয়ানমারে সংঘাতের ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ ৩৩০ নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। আজ সকালে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে মিয়ানমার কৃর্তপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এখন শান্ত। যেসব বাসিন্দা আতঙ্কে বাড়িঘর ছেড়েছিলেন তারা ফিরছেন। খুলছে দোকানপাট। কৃষকরাও খেতখামারে কাজ শুরু করেছেন।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে বিজিপি, মিয়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। আজ সকাল ৮টায় বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে মিয়ানমারের ৩৩০ নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম-তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্ত এখন শান্ত। ফলে মানুষের মাঝে আতঙ্ক কেটেছে। যারা ভয়ে বাড়িঘর ছেড়েছিলেন তারা ফিরে আসছেন। দোকানপাট ও খেতখামারের কাজে যোগ দিচ্ছেন।

আরো পড়ুন : আজ আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *