আজ ১৩ জানুয়ারি : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ১৩ জানুয়ারি ২০২৪ ইং, শনিবার, ৩০ পৌষ ১৪৩০ বাংলা, ১ রজব ১৪৪৫ হিজরি। ১৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩তম দিন। বছর শেষ হতে আরো ৩৫২ (অধিবর্ষে ৩৫৩) দিন বাকি রয়েছে। এই তারিখের মধ্যেই অনুসূর তথা পৃথিবী তার কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান গ্রহণ করে।। বছর শেষ হতে আরো চার দিন বাকি রয়েছে । আজ সংবিধান দিবস (মোঙ্গোলিয়া), গণতন্ত্র দিবস (কেপ ভার্দে),কোরিয়ান-আমেরিকান দিবস (আমেরিকা),মুক্তির দিবস (টোগো) । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৭০৯ – প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।

১৭৬১ – পানিপথের ৩য় যুদ্ধ শুরু হয়।

১৮৪৮ – হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভার দ্বীপ দখল করে।

১৮৪৯ – দ্বিতীয় আংলো-শিথ যুদ্ধ শুরু।

১৮৬৪ – রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়।

১৮৯৭ – চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়।

১৯১৫ – মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৫ – দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল।

১৯১৯ – ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।

১৯১৯ – দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খণ্ড পাওয়া যায়।

১৯২০ – ( কারো মতে ১০ জানুয়ারি ) লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়।

১৯৫৭ – ওড়িশা রাজ্যের সম্বলপুর হতে পনের কিলোমিটার দূরে হিরাকুদে হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আজকের দিনে।

১৯৫৮ – ৪৪টি দেশের ৯ হাজার বিজ্ঞানী জাতিসংঘ মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান।

১৯৬৩ – টোগোতে সামরিক অভ্যুত্থান। সার্জেন্ট জিনার্সিবি এয়াদেমার হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত।

১৯৬৪ – আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়।

১৯৬৭ – টোগোয় সেনাবাহিনী বিনা রক্তপাতে দেশটির ক্ষমতা দখল করে।

১৯৭০ – ব্রিটেনের শিখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার লাভ করে।

১৯৭২ – ঘানায় জুনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপ সরকার উৎখাত করে।

১৯৭২ – শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিয়ানমার

১৯৭২ – বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও কুচকাওয়াজ সংগীত নির্ধারণ (দেশের মানচিত্র সংবলিত পতাকা অত্যন্ত জটিল এবং সাধারণ লোকের পক্ষে এর সঠিক নমুনা তৈরি অসুবিধাজনক বিধায় এই পরিবর্তন আনা হয়, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্ধারণ ও কাজী নজরুল ইসলামের লেখা ‘চল চল চল’ গানটির ২১টি লাইন কুচকাওয়াজ সংগীত হিসেবে নির্ধারণ করে।)

১৯৭৪ – আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমান বন্দর চালু হয়।

১৯৮৫ – ইথিউপিয়ায় এক গিরিখাদে যাত্রিবাহী ট্রেন পড়ে ৪২৮ জন যাত্রীর মৃত্যু ঘটে।

১৯৮৮ – প্রথম তাইওয়ান নাগরিক লি তেংহুই, চিনের রাষ্ট্রপতি হন।

১৯৯৩ – দিনে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের স্বাক্ষর দান অধিবেশন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

১৯৯৪ – ইতালির প্রধানমন্ত্রী কার্লোস শিয়াম্পি পদত্যাগ করেন।

২০০১ – এলসালভাদরে এক বড়মাপের ভূমিকম্প হয়। এতে আটশত এর বেশি লোকের মৃত্যু হয়।

২০১২ – কস্টা কনকর্ডিয়া নামক যাত্রীবাহি জাহাজ ইতালীর সমুদ্র উপকূলে ডুবে যায়। ৩২ জনের বেশি যাত্রী মারা যায়।

জন্মদিন

১৪৫০ – বিখ্যাত পর্তুগিজ নাবিক ও আবিস্কারক বার্থোলোমেও ডিয়াজ।

১৫৯৯ – ব্রিটিশ কবি এডমান্ড স্পেন্সার

১৮৫৯ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি, কলকাতার মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি। (মৃ.১৩/০৯/১৯২৪)

১৮৬৪ – ভিলহেল্ম ভিন,১৯১১ সালে নোবেল পুরস্কার জয়ী জার্মান পদার্থবিদ। (মৃ.৩০/০৮/১৯২৮)

১৮৮৯ – নলিনীকান্ত গুপ্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট প্রবন্ধ লেখক। (মৃ.০৭/০২/১৯৮৪)

১৮৯৪ – রামনাথ বিশ্বাস, ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক। (মৃ.০১/১১/১৯৫৫)

১৮৯৭ – সন্তোষকুমারী দেবী, স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী।(মৃ.১৯৮৯)

১৯২৬ – শক্তি সামন্ত ভারতীয় বাঙালী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ.০৯/০৪/২০০৯)

১৯৩৮ – নবনীতা দেবসেন, একজন বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ। (মৃ.০৭/১১/২০১৯)

১৯৩৮ – শিবকুমার শর্মা, খ্যাতনামা ভারতীয় সন্তুর বাদক। (মৃ.২০২২)

১৯৪৫- দিলদার, বাংলাদেশি কৌতুক অভিনেতা।

১৯৪৯ – রাকেশ শর্মা, ভারতের প্রথম মহাকাশচারী।

১৯৫৩ – আবুল আহসান চৌধুরী, বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ।

১৯৫৭ – কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

১৯৮৩ – ইমরান খান, ভারতীয় অভিনেতা।

মৃত্যুদিন

১৬৯১ – ইউরোপে সুহৃদ সমিতির প্রতিষ্ঠাতা জর্জ ফক্স।

১৮৭৪ – ফরাসি স্থপতি ও প্রকৌশলী লুই পিয়ের বালতার্দে।

১৮৯৫ – প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক। (জ.১৫/০৩/১৮৪১)

১৯০৭ – কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার। (জ.৩১/০৫/১৮৩৪)

১৯৩৫ – রাজনীতিবিদ ও গ্রন্থকার স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী।

১৯৪১ – আইরিশ কথাসাহিত্যিক ও কবি জেমস জয়েস। (জ.০২/০২/১৮৮২)

১৯৫৯ – হরিচরণ বন্দ্যোপাধ্যায়‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান সংকলক।(জ.২৩/০৬/১৮৬৭)

১৯৬২ – কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী অজয় কুমার ঘোষ।

১৯৬৩ – ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী নিখিলরঞ্জন সেন। (জ.১৮৯৪)

১৯৯৭ – ব্রজেন্দ্র চন্দ্র দেব, খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সমাজ সংস্কারক। (জ.১৫/০৩/১৯৩২)

১৯৮৩ – রাধামোহন ভট্টাচার্য বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র ও মন্ত্র অভিনেতা,সিনেমা সমালোচক ও বহুভাষাবিদ।(জ.০৯/১৯০৮)

১৯৮৮ – তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং চিং কুও।

১৯৯৬ – ফরাসি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা দেনিজ গ্রে।

১৯৯৮ – বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

২০১৮ – সরস্বতী রাজামণি , ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) একজন সৈনিক।

২০২২ – প্রবাদপ্রতিম বাঙালি শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার।

২০২২ – ওয়াজি কাসিম, ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক।

১৩ জানুয়ারি বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৩ জানুয়ারি তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : আজ ৩ জানুয়ারি : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আরো পড়ুন : জাতীয় পার্টি কি আবারও ভেঙে যাচ্ছে?

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *