আজ ১৪ জুলাই: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন মুক্তিযুদ্ধ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ২৩ জুলাই ২০২৩ ইং, শুক্রবার, ৯ শ্রাবন ১৪২৯ বাংলা, ৫ মহররম ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৩তম (অধিবর্ষে ১৯৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৭২ দিন বাকি রয়েছে। আজ জাতীয় মূসক দিবস, বাংলাদেশ।জাতীয় মৎস্যচাষী দিবস। (ভারত), জাতীয় দিবস (বাহামা দ্বীপপুঞ্জ)। দিবস। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৭৯৩ফ্রান্স‌-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া

১৮২৯আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন।

১৮৮১ – আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

১৮৯৩ – কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়।

১৯০০ -প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন।

১৯০৩ – ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে।

১৯১৪ – সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রিয়া।

১৯২১ চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন।

১৯২৩ – মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি (Traité de Lausanne) স্বাক্ষরিত।

১৯২৭ – ব্যক্তিগত উদ্যোগে ভারতের বোম্বাইয়ে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।

১৯৩৪ – ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।

১৯৪২ – বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকোলা ভ্যাপসারভকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়।

১৯৪২ – ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

১৯৫২ – জেনারেল মহম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন।

১৯৯২ – জর্জিয়ার কাছ থেকে আবখাইজয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৫হেল-বপ ধূমকেতু আবিষ্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।

২০০৭বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত।

জন্মদিন

১৮০৮হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ।

১৮৪৩ রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী। (মৃ.২৯/১০/১৯১০)

১৮৫৬বাল গঙ্গাধর তিলক, ভারতের জাতীয়তাব্দী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী। (মৃ.০১/০৮/১৯২০)

১৮৭৮ – ইরাকের কাজেমাঈন শহরে বিখ্যাত আলেমে দ্বীন আয়াতুল্লাহ সাদরুদ্দিন সাদর।

১৮৮৪এমিল জ্যানিংস, জার্মান অভিনেতা। (মৃ. ১৯৫০)

১৮৮৬ওয়াল্টার হার্মান শটকি, জার্মান পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৭৬)

১৮৮৮রেমন্ড চ্যান্ডলার, ব্রিটিশ-মার্কিন ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৯)

১৮৯২হাইল স্যালেসি, ইথিওপীয় সম্রাট। (মৃ. ১৯৭৬)

১৮৯৫পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, অন্যতম সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী। (মৃ.২৫/০৭/১৯৫৩)

১৮৯৮তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক। (মৃ.১৪/০৯/১৯৭১)

১৯০০ – সুইস লেখক ও ইতিহাসবিদ জুলিয়েট ব্র্যান্ডনসান।

১৯০৬ভ্লাডিমির প্রেলগ, ক্রোয়েশীয়-সুইস জৈব রসায়নবিদ। (মৃ. ১৯৯৮)

১৯০৬চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (মৃ.২৭/০২/১৯৩১)

১৯২৫তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। (মৃ.০৩/১১/১৯৭৫)

১৯৪৯ক্লাইভ রাইস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ২০১৫)

১৯৫০অ্যালান টার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৫২পল হিবার্ট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ২০০৮)

১৯৫৩গ্রাহাম গুচ, ইংল্যান্ডের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৫৭ – হল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও ভ্যান গগ।

১৯৬১উডি হ্যারেলসন, মার্কিন অভিনেতা ও নাট্যকার।

১৯৬৫স্ল্যাশ, ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও গীতিকার।

১৯৬৭ফিলিপ সিমোর হফম্যান, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। (মৃ. ২০১৪)

১৯৭২ফ্লয়েড রেইফার, বিশিষ্ট বার্বাডিয়ান ক্রিকেটার।

১৯৭৬ইয়েহুডিট পোল্‌গার, হাঙ্গেরীয় দাবাড়ু।

১৯৮২পল ওয়েসলি, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।

১৯৮৬মেহদী হাসান খান, অভ্র কী-বোর্ড-এর প্রোগ্রামার।

১৯৮৯ড্যানিয়েল র‌্যাডক্লিফ, ইংরেজ অভিনেতা।

১৯৯২ – ড্যানি ইংস, ইংরেজ ফুটবলার।

১৯৯৬ – ডেভিড ডব্রিক, স্লোভাক ইউটিউব ব্যক্তিত্ব।

মৃত্যুদিন

১৮৮৫ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।

১৯১৬ ‌- স্যার উইলিয়াম র‍্যামজি, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। (জ.০২/১০/ ১৮৫২)

১৯৩৩যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী। (জ.২২/০২/১৮৮৫)

১৯৪২অ্যান্ডি ডুকাট, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও ফুটবলার। (জ. ১৮৮৬)

১৯৪৮ডি ডব্লিউ গ্রিফিথ, প্রভাবশালী মার্কিন চলচ্চিত্র পরিচালক। (জ. ১৮৭৫)

১৯৫৭ – ইতালীয় কথাসাহিত্যিক জুজেপ্পে লাম্পাদুজার।

১৯৬৩নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় বাঙালি শিশুসাহিত্যিক,লেখক ও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম ব্যক্তিত্ব। (জ.১৫/০১/১৯০৫)

১৯৬৬মন্টগামারি ক্লিফট, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও বেতার অভিনেতা। (জ. ১৯২০)

১৯৬৮হেনরি ডেল, ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ। (জ. ১৮৭৫)

১৯৭১ভ্যান হেফলিন, মার্কিন মঞ্চ, বেতার ও চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯১০)

১৯৮৫জনি ওয়ারডল, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ১৯২৩)

১৯৯৯এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক। (জ. ১৯৩৬)

১৯৯৯ – মরক্কোর বাদশা দ্বিতীয় হাসান।

২০০৪মেহমুদ, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক। (জ. ২৯/০৯/১৯৩২)

২০০৭মুহাম্মদ জহির শাহ, আফগানিস্তানের শেষ বাদশাহ। (জ. ১৯১৪)

২০১২ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল, আজাদ হিন্দ ফৌজের রাণী ঝাঁসি রেজিমেন্টের প্রধান। (জ.২৪/১০/১৯১৪)

২০১২স্যালি রাইড, আমেরিকান মহাকাশচারী এবং প্রকৃতিবিজ্ঞানী। (জ. ১৯৫১)

২০১৩দালমা সান্তোস, ব্রাজিলিয়ান ফুটবলার। (জ. ১৯২৯)

২০১৮বাসবী নন্দী, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী। (জ. ০৫/১২/১৯৩৯)

২০১৭ – জন কুন্ডলা, আমেরিকান বাস্কেটবল কোচ। (জ. ১৯১৬)

২০২১ – একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আলমগীর। (জ. ২১/০২/১৯৫০)

২৩ জুলাই বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ২৩ জুলাই তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন: আজ ১৩ জুলাই: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : ‘রাষ্ট্রীয় সংস্থা’র হুমকির মুখে প্রতি ১০ জনের ১ জন মানবাধিকারকর্মী এলাকা ছেড়েছেন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *