আজ ১৪ ফেব্রুয়ারি : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং, বুধবার, ২ ফাল্গুন ১৪৩০ বাংলা, ১ শাবান ১৪৪৫ হিজরি। ১৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৫তম দিন। বছর শেষ হতে আরো ৩২০ (অধিবর্ষে ৩২১) দিন বাকি । আজ সুন্দরবন দিবস , ভালোবাসা দিবসস্বৈরাচার প্রতিরোধ দিবসজাতীয় কালা দিবস(পুলওয়ামা জঙ্গি হামলা) । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

৭৪৮আব্বাসীয় বিপ্লব: আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে বিদ্রোহীরা উমাইয়া প্রদেশ খোরাসানের রাজধানী মার্ভ‌ দখল করে।

১১৩০পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত।

১৫০২স্প্যানিশ ইনকুইজিশন: ক্যাথলিক সম্রাটের জারিকৃত ফরমানে গ্রানাডার মুসলিমদেরকে ক্যাথলিক মত গ্রহণ বা স্পেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

১৫৩৭ – পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।

১৫৪০ – ঘেন্টে প্রবেশ করে রোম সম্রাট পঞ্চম চার্লসের বিদ্রোহী নেতাদেরকে একে একে হত্যা করেন।

১৫৫৬ – ১৪ বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন।

১৬৫৮ – বাহাদুরপুরে দারার হাতে সুজা পরাজিত হন।

১৬৬৩ – কানাডা ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে পরিগণিত।

১৭৭৯আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জিয়ায় কেটল ক্রিকের যুদ্ধ সংঘটিত।

১৭৭৯ – হাওয়াই দ্বীপে জেমস কুক একজন স্থানীয় হাওয়াইয়ানের হাতে নিহত হন।

১৮০৪ – কারাডোর্ড‌ উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সার্বী‌য় উত্থানে নেতৃত্ব দেন.

১৮৫৫ – টেক্সাস বাকি যুক্তরাষ্ট্রের সাথে টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়।

১৮৫৯ – অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

১৮৬৬ – নারী সংগঠন ‘ব্রহ্মিকা সমাজ’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮১ – কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত।

১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৯৩ – যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই একীভূত।

১৯১২ – অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের ৪৮তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

১৯১২ – ইউয়নে শি-কাই চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন।

১৯১৮ – সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গ্রেগরীয় বর্ষপঞ্জী গৃহীত (জুলীয় বর্ষপঞ্জী অনুযায়ী ১ ফেব্রুয়ারি)।

১৯১৯ – পোলিশ-সোভিয়েত যুদ্ধ শুরু।

১৯২৯ – ইলিনয়ের শিকাগোতে অল ক্যাপন দলের প্রতিদ্বন্ধী ৭ জনকে হত্যা করা হয়। যা ভালোবাসা দিবসের হত্যাকাণ্ড হিসেবে পরিচিত।

১৯২৯ – তরুণ ব্যাকটেরিয়াবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং দৈবক্রমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন।

১৯৩১ – কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শন হয়।

১৯৩৭ – ফিলিস্তিনের শাশা গ্রামে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠি পালমাখ নির্মম গণহত্যা চালিয়েছিলো।

১৯৪৫ – যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ ইউএসএস কুইন্সি জাহাজে সাক্ষাত করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।

১৯৪৫ – দ্বিতীয় মহাযু্দ্ধের সময় জার্মানীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক বোমা হামলা শুরু করা হয়েছিলো।

১৯৪৬ – ব্যাংক অফ ইংল্যান্ড জাতীয়করণ করা হয়।

১৯৪৯ – ইসরায়েলের সংসদ নেসেটের অধিবেশন প্রথমবারের মত অনুষ্ঠিত হয়।

১৯৫০ – চীন-সোভিয়েত মৈত্রী চুক্তি।

১৯৫৮ – জর্ডান ও ইরাক সংযুক্ত হতে প্রস্তুত বলে ঘোষণা করে।

১৯৬৬ – নারী সংগঠন ব্রাক্ষ্মিকা সমাজের প্রতিষ্ঠা।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডাফ্রান্স

১৯৭৪ – বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু।

১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৮৯ – ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি দ্য স্যাটানিক ভার্সেস রচনার কারণে সালমান রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন।

১৯৯০ – ভারতের ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত।

১৯৯১ – সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু।

২০০৩ – প্রথম ক্লোনিং করা ভেড়া ডলিকে মেরে ফেলা হয়।

২০০৫ – লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি বৈরুতে নিহত হন।

২০০৫ – ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।

২০১৯ –জম্মু কাশ্মীরের পুলওয়ামা তে জঙ্গি হামলায় ৪০ সৈন্য (ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল) মারা যায়।(২০১৯ পুলওয়ামা আক্ৰমণ) দ্রষ্টব্য।

জন্মদিন

১৪০৪ – ইতালীয় রেনেসাঁর স্থপতি ও মনীষী লিওনে বাত্তিস্তা আলবের্তি।

১৪৬৮জোহান্নেস ওয়ার্না‌র, জার্মান যাজক ও গণিতবিদ (মৃত্যু ১৫২২)

১৪৮৩বাবর, প্রথম মুঘল সম্রাট (মৃত্যু ১৫৩০)

১৭৬৬ – বৃটিশ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ টমাস রবার্ট ম্যালথাস।(মৃ.১৮৩৪)

১৮১৮ – আমেরিকান লেখক ও সমাজ কর্মী ফ্রেডেরিক ডগলাস।

১৮১৯ – টাইপরাইটার যন্ত্রের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাল শোলস।

১৮৪৬ – জুলিয়ান স্কট, মেডেল অফ অনার প্রাপ্ত আমেরিকান সৈনিক (মৃত্যু ১৯০১)

১৮৫৯ – জর্জ ওয়াশিংটন গেল ফেরিস জুনিয়র, আমেরিকান প্রকৌশলী, উদ্ভাবক (মৃত্যু ১৮৯৬)

১৮৬০ – ইউজেন স্কিফার, জার্মান রাজনীতিবিদ, জার্মানি ভাইস-চ্যান্সেলর (মৃত্যু ১৯৫৪)

১৮৬৯ – নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ পদার্থবিদ চার্লস থমসন রিস উইলসন।

১৮৮৫ – সৈয়দ জাফরুল হাসান, ভারতীয়-পাকিস্তানি দার্শনিক ও একাডেমিক (মৃত্যু ১৯৪৯)

১৮৯৯স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতের খ্যাতনামা শিল্পপতি ও দেশের ভারী শিল্পের সূচনাকারী।(মৃ.৪/১১/১৯৮২)

১৯১৭ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ হার্বার্ট অ্যারন হপ্টম্যান।

১৯৩২ – সুইডিশ অভিনেত্রী হারিয়েত আন্দারসন।

১৯৩৩ – মধুবালা নামেই বেশি পরিচিত, ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মমতাজ জাহান দেহলভী।(মৃত্যু ১৯৬৯)

১৯৩৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ইউজিন ফ্রান্সিস জিন ফামা।

১৯৪০ – অধ্যাপক নির্মল দাশ প্রখ্যাত বাঙালি ভাষাবিদ । (মৃ.০৪/০৩/২০১৬)

১৯৪৪ – সন্তু লারমা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা।

১৯৫২ – সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

১৯৫৪ – জাম মুহাম্মদ ইউসুফ, পাকিস্তানি রাজনীতিবিদ, বালুচিস্তানের মুখ্যমন্ত্রী (মৃত্যু ২০১৩)

১৯৭০ – ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সাইমন পেজি।

১৯৮৩ – ফরাসি ফুটবলার বেকারি স্যানিয়া।

১৯৯৬ – বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনি।

মৃত্যুদিন

৮৬৯ – সেইন্ট সিরিল, গ্রীক বিশপ, ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ৮২৭)

১১৬৬আব্দুল কাদের জিলানী মুসলিম ধর্মপ্রচারক।

১৩১৭ – ইংল্যান্ডের রাণী মার্গা‌রেট (জন্ম ১২৮২)

১৪০০দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা।

১৫৩৭ – পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।

১৭৭৯জেমস কুক, ইংরেজ নাবিক।

১৯৩৮ – চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ।(জ.১৮৬৭)

১৯৪৩ – ডাভিড হিলবের্ট, জার্মান গণিতবিদ।

১৯৪৫ – বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন। (জ.১৮৭১)

১৯৫৮ – আবদুর রব নিশতার, পাকিস্তানি রাজনীতিবিদ, পাঞ্জাবের দ্বিতীয় গভর্নর।(জন্ম ১৮৯৯)

১৯৭৫ – ইংরেজ জীববিজ্ঞানী ও লেখক জুলিয়ান সোরেল হাঙ্লি।

১৯৯০ – টনি হলিডে, জার্মান গায়ক-গীতিকার।(জন্ম ১৯৫১)

১৯৯২মুহাম্মদ ইউনুস (পণ্ডিত), বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও সমাজ সংস্কারক।(জ. ১৯০৬)

১৯৯৩ – বিখ্যাত ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি।(জ.১৯০৬)

১৯৯৬ – ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার বব পাইসলেই।

২০০৫ – রফিক হারিরি, লেবানের ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবাননের ৬০তম প্রধানমন্ত্রী।(জন্ম ১৯৪৪)

২০০৬ – ফরাসি অভিনেতা ও গায়ক ডার্য় কওল।

২০১৩ – জাপানি পাইলট কাজুও তসুনদা।

২০১৫ – ফিলিপ লেভিন, আমেরিকান কবি ও একাডেমিক।(জন্ম ১৯২৮)

১৪ ফেব্রুয়ারি বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৪ ফেব্রুয়ারি তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন: আজ ১২ ফেব্রুয়ারি : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আরো পড়ুন: শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করলেন নওয়াজ

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *