আজ ১৯ এপ্রিল; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য লাইফ স্টাইল শিক্ষা সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার, ৬ বৈশাখ ১৪২৮ বাংলা, ১৭ রমজান ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৯তম (অধিবর্ষে ১১০তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৬ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৫৩৯ – জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৭৫ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু।

১৭৮২নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

১৮৩৯লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ।

১৯৪৮মায়ানমার, জাতিসংঘে যোগদান করে।

১৯৫৪পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত।

১৯৫৪পাকিস্তানের গণপরিষদ উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়।

১৯৭৫ – ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে।

জন্মদিন

১৮৩২হোসে এচেগারাই, স্পেনীয় কবি ও নাট্যকার, নোবেল পুরস্কার বিজয়ী।(মৃত্যু. ১৯১৬)

১৮৭৩সিডনি বার্নস, ইংরেজ ক্রিকেটার।

১৮৮২জেতুলিউ ভার্গাস, ব্রাজিলীয় উকিল এবং রাজনীতিবিদ, ব্রাজিলের ১৪তম প্রেসিডেন্ট।(মৃত্যু. ১৯৫৪)

১৯০৯ – শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন।(মৃ.১৯৯৮)

১৯১২গ্লেন থিওডোর সিবোর্গ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।

১৯৩১ফ্রেড ব্রুক্‌স, মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী

১৯৩৩ডিকি বার্ড, ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন।

১৯৩৩জায়ন ম্যান্সফিল্ড, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৩৫ডুডলি মুর, ইংরেজ অভিনেতা, কৌতুক অভিনেতা এবং পিয়ানোবাদক।(মৃত্যু. ২০০২)

১৯৪৪জেমস হেক্‌ম্যান, মার্কিন অর্থনীতিবিদ এবং একাডেমিক, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৫৫ – পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।(মৃ.০২/১০/২০২১)

১৯৫৭মুকেশ আম্বানি, ভারতীয় ব্যবসায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বর্তমানে এশিয়ার ধনী ব্যক্তি।

১৯৬৬পল রেইফেল, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও আম্পায়ার।

১৯৬৮আরশাদ ওয়ার্সী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭২রিভালদো, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৭৫জেসন গিলেস্পি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ।

১৯৭৭অঞ্জু ববি জর্জ, ভারতীয় দীর্ঘ জাম্পার।

১৯৭৮জেমস ফ্র্যাঙ্কো, মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৭৮গাব্রিয়েল হাইনৎসে, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৭৯কেট হাডসন, মার্কিন অভিনেত্রী।

১৯৮১ – হেইডেন ক্রিস্টেনসেন, আমেরিকান অভিনেতা।

১৯৮৭জো হার্ট, ইংরেজ ফুটবলার।

১৯৮৭মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যুদিন

১৮৬৭ – ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর। (জ.১০/০৩/১৭৮৪)

১৮৮১বেঞ্জামিন ডিসরেইলি, রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাষ্ট্রনায়ক, যিনি দুইবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮৮২চার্ল্‌স্‌ ডারউইন, ইংরেজ জীববিজ্ঞান। তিনিই প্রথম বিবর্তনবাদ এর ধারণা দেন। (জ.১৮০৯)

১৯০৬পিয়ের ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী একজন ফরাসি পদার্থবিজ্ঞানী। (জ.১৮৫৯)

১৯১৪চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানীদার্শনিক

১৯৪৮ – বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন। (জ.১৯৭৮)

১৯৫৮অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। (জ.১৮৮২)

১৯৫৮বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।

১৯৭১ – বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব। (জ.০৭/০৭/১৮৮৮)

১৯৭৪আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।

১৯৮৯ড্যাফনি দ্যু মারিয়েই, একজন ইংরেজ লেখিকা এবং নাট্যকার।

১৯৯৮অক্তাবিও পাজ, একজন মেক্সিকান কবি, লেখক ও কূটনীতিবিদ।

২০০৯জে জি ব্যালার্ড, একজন ব্রিটিশ লেখক।

২০১৩মাইক ডেনিস, স্কটল্যান্ডের ল্যানার্কশায়্যার এলাকার বেলশিলে জন্মগ্রহণকারী বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

২০২১ – ওয়াল্টার মন্ডেল, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম ভাইস প্রেসিডেন্ট। (জ. ১৯২৮)

১৯ এপ্রিল বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৯ এপ্রিল তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : দ্রুতগতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতুর নির্মাণ কাজ

আরো পড়ুন : আজ ১৮ এপ্রিল; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *