আজ ২৪ জুন; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি শিক্ষা সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ২৪ জুন ২০২২ ইং, শুক্রবার, ১১ আষাঢ় ১৪২৯ বাংলা, ২২ জিলক্বদ ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৫তম (অধিবর্ষে ১৭৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৯০ দিন বাকি রয়েছে । আজ বিশ্ব সিকেল সেল দিবস ৷।এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

২০৭ – রোমান্সরা গাইস ফ্লামিনিয়াস পরিচালনায় ওত পেতে থাকে এবং পরাজিত হয় হানিবাল কর্তৃক লেইক ত্রিসিমিনি যুদ্ধে।

৬৫৬ – খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।

১৭৬৩ – ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।

১৭৯৩ – ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।

১৮১২ – ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।

১৮৫৯ – সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।

১৮৭০ – অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করে।

১৮৯৪ – লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।

১৯১৮ – কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।

১৯৪৮ – সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।

১৯৭৫ – মোজাম্বিকের স্বাধীনতা লাভ।

১৯৭৬ – উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।

১৯৭৮ – ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।

১৯৮৮ – ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানি সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।

১৯৯২ – ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।

১৯৯৪ – যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।

২০০২ – আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।

২০১০ – জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্মদিন

১৫৯১প্রথম মুস্তাফা, অটোম্যান সাম্রাজ্যের সুলতান ছিলেন। (মৃ. ১৬৩৯)

১৮১৯রাজেন্দ্র মল্লিক, শিল্পপ্রেমী লোকহিতৈষী, কলকাতার মার্বেল প্যালেস প্রতিষ্ঠাতা। (মৃ.১৮৮৭)

১৮৭৬খান বাহাদুর আবদুল মোমেন, বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।

১৮৮৩ভিক্টর ফ্রান্সিস হেস, অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৪)

১৮৯৭পণ্ডিত ওমকারনাথ ঠাকুর, ভারতীয় সংগীত শিক্ষক, সঙ্গীতজ্ঞ ও গোয়ালিয়র ঘরানার হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। (মৃ.২৯/১২/১৯৬৭)

১৯০০উইলহেম কাউয়ার, জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী ছিলেন। (মৃ. ১৯৪৫)

১৯০৮গুরু গোপীনাথ, সঙ্গীত-নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও অভিনেতা। (মৃ.০৯/১০/১৯৮৭)

১৯১৫ফ্রেড হয়েল, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতবিদ। (মৃ. ২০০১)

১৯২৭মার্টিন লুইস পার্ল, মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ২০১৪)

১৯৪১গ্রাহাম ম্যাকেঞ্জি, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৪২এদুয়ার্দো ফ্রেই রুইস-তাগ্‌লে, চিলির রাষ্ট্রপতি।

১৯৪২বশিরুল হক, বাংলাদেশী স্থপতি।

১৯৪৩অনিতা দেশাই(মজুমদার), ভারতীয় ঔপন্যাসিক ও এম.আই.টি.র অধ্যাপক।

১৯৫০আবিদ আনোয়ার, বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, গীতিকার, ও মুক্তিযোদ্ধা।

১৯৫৩উইলিয়াম এসকো মোয়ের্নার, মার্কিন ভৌত রসায়নবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬১ইয়ান গ্লেন, স্কটিশ অভিনেতা।

১৯৬৭র‌্যানমোর মার্টিনেজ, শ্রীলঙ্কান প্রথম শ্রেণীর ক্রিকেটার।

১৯৭৬ – ইংলিশ লেখক লুইস লিমেন।

১৯৮১ – শিক্ষাবিদ ও গবেষক আব্দুল মতিন চৌধুরী।

১৯৮৪জোয়ানা ওয়েলিন, সুইডেনে জন্মগ্রহণকারী জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

১৯৮৫ভার্নন ফিল্যান্ডার, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৬স্টুয়ার্ট ব্রড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭লিওনেল মেসি, আর্জেন্টিনীয় ফুটবলার৷

১৯৮৮মিকা রিচার্ডস, ইংলিশ ফুটবলার।

মৃত্যুদিন

১৯০৭ – আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি।

১৯০৮গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি। (জ. ১৮৩৭)

১৯৭৮ – ফ্রান্সের লেখক রবার্ট চারাস।

১৯৮০ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।(জ.১০/০৮/১৮৯৪)

১৯৮৬ – ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।

১৯৮৭জ্যাকি গ্লিসন, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, সুরকার ও সঙ্গীত নির্দেশক। (জ. ১৯১৬)

১৯৮৭হাইঞ্জ জনসন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯১০)

২০০৮লিওনিদ হারউইচ, পোলীয়-মার্কিন অর্থনীতিবিদ। (জ. ১৯৭১)

২৪ জুন বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ২৪ জুন তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুস : কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আরো পড়ুন : আজ ২৩ জুন; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *