আজ ৩ নভেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন মুক্তমত মুক্তিযুদ্ধ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ৩ নভেম্বর ২০২৩ ইং, শুক্রবার, ১৯ কার্তিক ১৪৩০ বাংলা, ১৮ রবিউলস সানি ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৭ তম (অধিবর্ষে ৩০৮ তম) দিন। বছর শেষ হতে আরো ৫৮ দিন বাকি রয়েছে । আজ জেল হত্যা দিবস (বাংলাদেশ)৷জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দিবস। (২ থেকে ৪ নভেম্বর) । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৪৯৩ – ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।

১৮৩৮ – ভারতে বহুল প্রচারিত ইংরাজী দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯০৩ – মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৮ – তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।

১৯৫৭ – লাইকা নামের একটি রাশিয়ার কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়।

১৯৭০ – ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকার স্বাধীনতা লাভ।

১৯৭৫ – বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলীএ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়।

২০২০ – ৫৯ তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্মদিন

১৮৬৬ – দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।(মং.২০/১১/১৯৩৯)

১৮৯৭ – আবুল কালাম শামসুদ্দীন, বাংলাদেশের সাংবাদিক, রাজনীতিবিদ।

১৯১৩ – প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।(মৃ.১২/০১/১৯৩৩

১৯১৩ – নিখিল চক্রবর্তী, খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও ভারতের প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান । (জ.২৭/০৬/১৯৯৮)

১৯১৯ – অরবিন্দ পোদ্দার, বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক।

১৯৩৩অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ।

১৯৩৪রুমা গুহঠাকুরতা, বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ ক্যয়ারের প্রতিষ্ঠাতা।(মৃ.০৩/০৬/২০১৯)

১৯৪০ – সনি রোডস, আমেরিকান গায়ক ও গিটার।

১৯৪৫ – গার্ড ম্যুলার, প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার।

১৯৬৪ – পাপরিকা স্টেন, ডেনিশ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।

১৯৭৩ – মৌসুমী, বাংলাদেশের একজন অভিনেত্রী

১৯৭৪ – সোনালী কুলকার্নি, তিনি ভারতীয় অভিনেত্রী।

১৯৮৭ – গেমমা ওয়ার্ড, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী।

১৯৮৯ – শুভশ্রী গাঙ্গুলী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯৫ – কেন্ডাল জেনার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

মৃত্যুদিন

১৯৫৪ – আঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯৭৫ – তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।

১৯৭৫ – সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ।

১৯৭৫ – মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৭৫ – আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।

১৯৭৭ – মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশী রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।

১৯৭৭ – ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌, পূর্ব বাংলার প্রথম গভর্নর।

১৯৯০ – ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী।( জ.১৯০৯)

১৯৯১ – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক।(জ.০৪/০৮/১৯০৫)

১৯৯৯ – ইয়ান বান্নেন, স্কটিশ অভিনেতা।

২০০৬ – মারি রুডিসিল্, আমেরিকান লেখক।

২০০৯ – আর্চি বাইরড, স্কটিশ ফুটবল খেলোয়াড়, সাংবাদিক ও শিক্ষাবিদ।

২০১৪ – গর্ডন টুলক, আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

২০১৭ – আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি

৩ নভেম্বর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৩ নভেম্বর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : আজ ১ নভেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আরো পড়ুন : জেনে নিন কি আছে প্রধানমন্ত্রীকে দেওয়া সোহেল তাজের স্মারকলিপিতে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *