‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো–শহিদেরা মরে না।’

ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ ভ্রমণ মুক্তমত শিক্ষা হ্যালোআড্ডা

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে হুঙ্কার ছুঁড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সারজিস। নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মারবা? পারবা না।’

একইসঙ্গে নিজেদের আবরার ফাহাদ এবং সাইফুল ইসলাম আলিফের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে সারজিস যোগ করেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো–শহিদেরা মরে না।’

প্রসঙ্গত, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এরই মধ্যে সেই ট্রাকচালক মুজিবর রহমানকে (৪০) আটক করেছে।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

আরো পড়ুন : ডেঙ্গুর সঙ্গে পাঁচদিনের লড়াই করেও বাঁচতে পারল না রিফা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *