আমার এক সময় কলম কেনার টাকাও ছিল না: অমিতাভ বচ্চন

আন্তর্জাতিক জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ বলিউড বিনোদন মুক্তমত লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

বিনোদন ডেস্ক : আজ তিনি বলিউডের শাহেনশা। তাকে এক ঝলক দেখতে ভিড় জমায় অগণিত ভক্ত। বড় পর্দা থেকে রিয়্যালিটি শোয়ের মঞ্চে তার জুড়ি মেলা ভার। তিনি অমিতাভ বচ্চন। কেবিসি ১৫- এর সঞ্চালনা করছেন তিনি। আজকের অমিতাভের ছোটবেলাটা খুবই অর্থকষ্টে কেটেছে। আজ যে মানুষটার অটোগ্রাফের জন্য ভক্তরা উতলা হয়ে ওঠে একটা সময় লেখার জন্য সামান্য একটা কলম কেনার সামর্থ্য ছিল না! কেবিসি সিজন ১৫- এর মঞ্চে জীবনের এই সত্যিটাকে সকলের সামনে আনলেন খোদ অমিতাভ। শুনে অবাক হলেও এটাই কিন্তু সিনিয়র বচ্চনের রিয়েল লাইফ স্টোরি। কোনও রকম রাখঢাক না করেই অকপটে তিনি জানান, তার বাবা হরিবংশ রাই বচ্চনের মাসিক আয় ছিল মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। তাই ইচ্ছে হলেও শখ করে একটা কলম কিনতে পারেননি তিনি।  অমিতাভের এই কথা শুনে অবাক হট সিটে বসে থাকা প্রতিযোগী থেকে সেখানে উপস্থিত সকলে।

এই কথার সূচনাটা হয় ওকটু অন্যভাবে। তিনি নিজের কলম দিয়ে প্রতিযোগীর চেকে সই করছিলেন। সেই সময় কলমের নিবটা জিভে ঠেকান। সেটা দেখেই ওই প্রতিযোগী বলে ওঠেন যে, তারও এই রকম স্বভাব রয়েছে। যখন কলম ঠিকঠাক কাজ করে না তখন এই পদ্ধতি অবলম্বন করেন। প্রত্যুত্তরে অমিতাভ বলেন, আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। এটা শুনে লজ্জায় লাল হয়ে যান মহারাষ্ট্রের ওই প্রতিযোগী তুলশিরাম ডাকে। পেশায় তিনি একজন কৃষক। বিগ বি-র কথার সঙ্গে সহমত পোষণ করলেন না তিনি। তা দেখে অমিতাভ তার ছোটবেলার গল্প সকলের সমানেই বলতে শুরু করেন। তিনি বলেন, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের একটা কলমও ছিল না। আমার বাবার মাসিক বেতন ছিল মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। কোথা থেকে আমাদের কলম কিনে দেবে? বিগ বি-র মুখে রিয়েল লাইফ কাহিনি শুনে হতবাক সকলে। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রির গুঞ্জন এই মুহূর্তে নাকি বচ্চন পরিবারে একটা টালমাটাল পরিস্থিতি চলছে। বচ্চন বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি অভিষেকের সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, রাই সুন্দরীকে নাকি ইনস্টায় আনফলো করেছেন বিগ বি।

আরো পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *