সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ায় বাস পোড়ানোর ভিডিও দেখে আসামি চিহ্নিত করা হয়েছে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনা নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।
ভিডিও দেখে আসামি চিহ্নিত করা হয়েছে। এতে এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে।
গতকাল সোমবার রাতে সূত্রটি জানায়, গ্রেপ্তারের তালিকায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন রয়েছেন।
আরো পড়ুন : উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু