ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ‘বিবেকহীন বর্বরতা’

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ

ইউক্রেনজুড়ে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘বিবেকহীন বর্বরতা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। টুইটে তিনি বলেন, ‘নববর্ষের আগে শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটাকে বিবেকহীন বর্বরতা বলা যায়।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ৫৪টি ভূপাতিত করেছে। ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অবশ্য এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়া অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, আকাশ ও সাগর পথে ইউক্রেনের বিভিন্ন দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবারের হামলায় রাশিয়া কামিকাজে ড্রোনও ব্যবহার করেছে বলে দাবি কিয়েভের। এতে সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের, খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ অনেক শহর ধ্বংসস্তূপ হয়েছে। সূত্র: আল জাজিরা, গার্ডিয়ান, সিএনএন

আরো পড়ুন : প্রথম দিন মেট্রোরেলে চড়লেন ৩ হাজার ৮৫৭ জন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *