ইউক্রেনে সংঘাতের জন্য পশ্চিমা মিত্ররা দায়ী: পুতিন

আন্তর্জাতিক মুক্তমত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেজন্য রাশিয়া দায়ী নয়, বরং ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দায়ী।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।
পুতিন, ‘এখন দুই দেশের মধ্যে যা চলছে, তা অবশ্যই একটি ব্যাপক শোকাবহ ব্যাপার এবং এই শোকের অংশীদার রাশিয়া ও ইউক্রেন উভয়ই।’

ইউক্রেনকে এখনো ‘ভাতৃপ্রতিম’ দেশ হিসেবে বিবেচনা করেন বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আজকের এই পরিস্থিতি আমাদের দোষে সৃষ্টি হয়নি। আমরা এজন্য দায়ী নই। ইউক্রেনের শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী রাষ্ট্র হওয়ার জন্য আমরা বছরের পর বছর চেষ্টা করেছি। বিভিন্ন সময়ে আর্থিক ঋণের জন্য দেশটিকে প্রস্তাব দিয়েছি, কম দামে তাদের কাছে জ্বালানিও বিক্রি করতে চেয়েছি। রাশিয়ার জনগণ চিরদিনই ইউক্রেনীয়দের ভাইয়ের মতো বিবেচনা করে আসছি এবং এখনো ব্যক্তিগতভাবে আমি ইউক্রেনকে ভাতৃপ্রতিম জাতি হিসেবেই দেখি।’

‘কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সেসব বন্ধুত্বপূর্ণ উদ্যোগ কোনো কাজে আসেনি এবং তার প্রধান কারণ, ইউক্রেনের ক্ষমতাবান গোষ্ঠী ছিল পশ্চিমাদের মগজধোলাইয়ের শিকার।’

‘সত্যি কথা বলতে, এ যুদ্ধ আসলে তৃতীয় দেশগুলোর নীতির ফলাফল। আরও স্পষ্ট করে বললে, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের নীতিই এ যুদ্ধের জন্য দায়ী।’

সূত্র : বিবিসি

আরো পড়ুন : আজ থেকে আবারও শুরু হচ্ছে প্রাথমিকে বদলির আবেদন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *