ইতিহাস গড়লো স্পেনের মেয়েরা

আন্তর্জাতিক খেলাধুলা নারী প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

ইতিহাস গড়লো স্পেনের মেয়েরা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলো দেশটি। নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন।

ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। ইংল্যান্ডের ফরোয়ার্ড লরেন হেম্পের শট ক্রসবারে লাগে। এর ১৪মিনিট পর স্পেনকে লিড এনে দেন অধিনায়ক কারমনা। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু কোনাকুনি শটে গোলটি করেন কারমনা।

বিরতির পর ব্যবধান দ্বিগুন করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে স্প্যানিশরা। পেনাল্টি মিস করেন অভিজ্ঞ এটাকিং মিডফিল্ডার জেনিফার এরমোসো। তার দুর্বল শট সহজেই প্রতিহত করেন ইংলিশ গোলরক্ষক।

শেষদিকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। তবে স্পেনের শক্ত রক্ষণে চিড় ধরাতে পারেনি।

বরং প্রতি আক্রমণে ব্যবধান বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছিল স্পেন। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় আর ব্যবধান বাড়েনি। তবে তাতে কী, শিরোপা ঠিকই জিতেছে স্পেন।

আরো পড়ুন : ১০ জনসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৪৭৬, হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৯৯৪ জন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *