প্রতিবারের মতো পবিত্র ঈদুল আযহায় চ্যানেল আই আনন্দ বেদনার গল্প দিয়ে সাজিয়েছে ৮ দিনব্যাপি অনুষ্ঠানমালা। এইসব অনুষ্ঠান উপভোগের মাধ্যমে চ্যানেল আই বিশ্বাস করে দর্শকদের মনের অন্ধকার সরিয়ে দিয়ে আনন্দে ডুবিয়ে দিতে পারবে। এবারের ঈদুল আজহায় চ্যানেল আই এর জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষনীয় নাটক এবং টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ্য সব রচয়িতা ও নির্মাতারা। এসব অনুষ্ঠামালায় অভিনয় করেছেন আলোচিত সব অভিনেতা ও অভিনেত্রীরা। ৮ দিনব্যাপি এ সকল অনুষ্ঠামালায় চ্যানেল আই দেখাবে ৭ চলচ্চিত্র, নতুন ১৫ নাটক, ১৩ টেলিফিল্ম, কৃষকের ঈদ আনন্দ, ৮ পর্বের ছোটকাকু সিরিজ ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’ ইত্যাদি অনুষ্ঠানমালা।
৭ দিনে নতুন ৭ চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
পবিত্র ঈদুল আযহায় চ্যানেল আই দেখাবে ৭টি নতুন চলচ্চিত্র। এ ধারাবাহিকতায় ঈদেও দিন সকাল ১০:১৫ মিনিটে প্রচার হবে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোষ্ট মাষ্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এ ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ। ঈদের পরদিন সকাল ১০:১৫ মিনিটে দেখবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘পাপ পুণ্য’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, ফারজানা চুমকি, সিয়াম, শাহনাজ সুমি প্রমুখ। বিদ্যা সিনহা মিম, রোশান অভিনীত বাংলা চলচ্চিত্র ‘কার্নিশ’ প্রচার হবে ঈদের ৩য় দিন সকাল ১০:১৫ মিনিটে। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ঈদের ৪র্থ দিন সকাল ১০:১৫ মিনিটে প্রচার হবে অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। ঈদের ৫ম দিন সকাল ১০:১৫ মিনিটে দেখানো হবে রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইষ্টিশন’। অভিনয়ে রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০:১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ। ঈদের ৭ম দিন সকাল ১০:১৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।
৭ দিনে নতুন ১৩ টেলিফিল্ম
চ্যানেল আইতে ঈদুল আযহায় প্রচার হবে নতুন ১৩ টেলিফিল্ম। এ ধারাবাহিকতায় ঈদের দিন বিকেল ০২:৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাক্সিক্ষত বিয়ে’। রচনা. নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ এবং ঈদের দিন বিকেল ০৪:১০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা. ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ।
টেলিফিল্ম ‘পেইং গোস্ট’। রচনা. মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নুর প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন বিকেল ২:৩০ মিনিটে।
টেলিফিল্ম‘ আমি রোকেয়া বলছি’। রচনা ও পরিচালনায় আশরাফুজ্জামান। অভিনয়ে সাবিলা নুর, মনোজ প্রামানিক প্রমুখ। প্রচার, ঈদের ৩য় দিন দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘বিয়ে আমি করবোই’। রচনা. আশরাফুল চঞ্চল, পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সিরাজ ইসলাম, আফরোজা আক্তার। দেখানো হবে ঈদের ৩য় দিন বিকাল ০৪:৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মন্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। প্রচার, ঈদের ৪র্থ দিন দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘নায়ক’। রচনা. মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকাল ০৪:৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘পাতার বাঁশি’। চিত্রনাট্য. মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকেল ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রচনা. রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ। প্রচার, ঈদের ৫ম দিন বিকাল ০৪:৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘ঈদের সেমাই’। রচনা. মারুফ হোসেন সজীব পরিচালনায় মোহন আহমেদ প্রমুখ। অভিনয়ে তওসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ। প্রচার. ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম‘ মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন বিকাল ০৪:৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘রুমাল ও ভালোবাসা’। রচনা ও পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, এ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রচার, ঈদের ৭ম দিন দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘ফুলবউ’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে খায়রুল বাশার, সামিরা খান মাহি, শতাব্দি ওয়াদুদ প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন বিকাল ০৪:৩০ মিনিটে।
৮ দিনে নতুন ১৫ নাটক
চ্যানেল আইতে ঈদুল আযহায় নতুন ১৫টি নাটক প্রচারিত হবে। ৮ দিনব্যাপি প্রচারিত এসকল নাটকের মধ্যে রয়েছে ঈদুল আযহার আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। রচনা ও পরিচালনায় রেজানুর রহমান। অভিনয়ে শাহাদাৎ হোসেন, স্বাগতা, মোহাম্মদ বারি প্রমুখ।
ঈদুল আযহার দিন : নাটক ‘খোঁপা’। রচনা. মাসুম রেজা এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘গল্পের নাম যা হয়না’। মুল গল্প. রাবেয়া খাতুন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ২য় দিন : নাটক ‘চলতি পথে’। রচনা. স্বরূপ দে ও পরিচালনায় সঞ্জয় সমদ্দার। অভিনয়ে তওসিফ, তানজিন তিশা, ডন, আশরাফুল সোহাগ, ফরহাদ লিমন প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘২৪ ঘন্টা’। রচনা. গোলাম সারওয়ার অনিক। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবির, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৩য় দিন : নাটক ‘ফুলের নামে নাম’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তওসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘ভাই বড় বিপদে’। রচনা. গোলাম সরোয়ার অনিক ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, সাবেরী আলম, স্বপ্না ইয়াসমীন প্রমুখ। দেখানো হবে ঈদের ৩য় দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৪র্থ দিন : নাটক ‘বন্ধু বলে কিছু নেই’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। প্রচার, ঈদের ৪র্থ দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘আদর্শ বড় ভাই’। রচনা. সাইদুর রহমান রাসেল ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ। প্রচার, ঈদের ৪র্থ দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৫ম দিন : নাটক ‘পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে’। রচনা. মুরসালিন শুভ ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে নিলয়, রুকাইয়া জাহান চমক প্রমুখ। দেখানো হবে ঈদের ৫ম দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘কব্জা’। রচনা. মঞ্জুর মরু, পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোর্শারফ করিম, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৬ষ্ঠ দিন : নাটক ‘মাস্টারমাইন্ড’। গল্প. ইবনে হাসান খান ও পরিচালনায় নুর ইমরান মিঠু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকি, আসনা হাবিব ভাবনা প্রমুখ। প্রচার, ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘মায়ার হাতছানি’। রচনা. মিজানুর রহমান ও পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, এস এন জনি, সাদিয়া আয়মান প্রমুখ। প্রচার, ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৯:৩০ মিনিটে।
ঈদুল আযহার ৭ম দিন : নাটক ‘কবির কবিতা’। রচনা. মেহেদী হাসান ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে তামিম মৃধা, শবনম ফারিয়া, ববি হাওলাদার, ওয়াহিদা মলিক জলি প্রমুখ। স¤প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘গোঁফ’। রচনা ও পরিচালনায় পলক হাসান বাপ্পী। অভিনয়ে ইমরান কৌশিক, সালহা খানম নাদিয়া, মনিরা মিঠু, সুমন পাটওয়ারী প্রমুখ। প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ০৯:৩০ মিনিটে।
আরো পড়ুন: ঘুষের অভয়ারণ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া পাসপোর্ট অফিস