ঈদুল আযহায় চ্যানেল আইতে নতুন ৭ চলচ্চিত্র

টেলিভিশন প্রচ্ছদ বিনোদন সিনেমা

পবিত্র ঈদুল আযহায় চ্যানেল আই দেখাবে ৭টি নতুন চলচ্চিত্র। এ ধারাবাহিকতায় ঈদেও দিন সকাল ১০:১৫ মিনিটে প্রচার হবে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোষ্ট মাষ্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এ ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ। ঈদের পরদিন সকাল ১০:১৫ মিনিটে দেখবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘পাপ পুণ্য’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, ফারজানা চুমকি, সিয়াম, শাহনাজ সুমি প্রমুখ। বিদ্যা সিনহা মিম, রোশান অভিনীত বাংলা চলচ্চিত্র ‘কার্নিশ’ প্রচার হবে ঈদের ৩য় দিন সকাল ১০:১৫ মিনিটে। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ঈদের ৪র্থ দিন সকাল ১০:১৫ মিনিটে প্রচার হবে অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। ঈদের ৫ম দিন সকাল ১০:১৫ মিনিটে দেখানো হবে রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইষ্টিশন’। অভিনয়ে রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০:১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ। ঈদের ৭ম দিন সকাল ১০:১৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।

আরো পড়ুন : সিলেট বিভাগে বন্যায় ৭৮ জনের প্রাণহানীসহ বড় ধরণের ক্ষয়-ক্ষতি

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *