গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর টানা ১১ দিনের মতো চলছে দেশ দুইটির তুমুল লড়াই। দুই পক্ষই বিভিন্ন সময় সংঘাতে ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে। তবে এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে।
এরি মধ্যে আজ রবিবার (৬ মার্চ) ইউক্রেন দাবি করেছে, এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার ১১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেন। এর আগের দিন ইউক্রেন দাবি করে, রাশিয়ার ১০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
তবে নিজেদের কতো সেনা নিহত বা হতাহত হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন। তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে ইউক্রেনের তিন শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।