স্টাফ রিপোর্টার : সাইবার সুরক্ষা আইন ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজ উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। কোরিয়ার সঙ্গে আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি। গণভবনে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। তিনি বলেন, জাকির আহমেদ খান কমিটি পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনার বিষয়ে একটা সুপারিশ দিয়েছে। সে রিপোর্ট ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে একটি মিটিং হয়েছে। ৭৬৪ জন কে পদোন্নতি দেয়া যায় বিষয়ে সুপারিশ করা হয়েছিল।
এর মধ্যে থেকে ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড ওয়ানে, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জনকে, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪জনকে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। এর পেছনে খরচ হিসেবে বকেয়া বাবদ এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত ১৩ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। শফিকুল আলম বলেন, গণভবনের জুলাই স্মৃতি জাদুকর প্রতিষ্ঠার বিষয়ে ক্যাবিনেটে আজ ফাইনাল সিদ্ধান্ত হয়েছে। আর সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আমরা সাইবার স্পেসকে সবার জন্য সেইফ করতে চাই। কারণ এখানে অনেক ক্রাইম হয়। মা-বোনরা বুলিংয়ের শিকার হন। তাই এটাকে সেইফ করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, কোরিয়ার সঙ্গে ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয় তাহলে আমাদের জন্য বড় মার্কেট হিসেবে আবির্ভূত হবে। আমরা চাই আমাদের গার্মেন্ট ম্যানুফেকচার যারা তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসেবে পান। সেটার আলোকে আমরা নেগোসিয়েশনটা শুরু করেছি। এর মাধ্যমে একটা বড় মার্কেট ওপেন হবে। একই সঙ্গে জাপানের সঙ্গেও আমাদের সিমিলারলি কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি তিন দফা এটা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা দীর্ঘ আইনি প্রসেস। সেটি শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক নোট পাঠিয়েছে। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের সম্প্রতি দেয়া এক স্ট্যাটাসের বিষয়ে প্রেস উইং জানায়, সেটি তার ব্যক্তিগত মতামত। এটি সরকারের মতামত না। তিনি পরবর্তীতে আগের স্ট্যাটাস ডিলেট করে ক্লারিফিকেশন দিয়েছেন। এটা আমাদের জন্য দরকার। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
আরো পড়ুন : সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি