প্রশাসনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন উপসচিব পর্যায়ের ১৭৫ কর্মকর্তা। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বার্তা দেওয়া হয়।
একটি প্রজ্ঞাপনে ১৬৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। এ সময় যুগ্ম সচিব হিসেবে যোগদানের পর তাদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে বলেও সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের যোগদানপত্র নির্দিষ্ট ই-মেইলে প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়।
দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে।
আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন জানিয়ে এতে বলা হয়, তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন। তারা সবাই বিসিএস প্রশাসন ২১ ব্যাচের কর্মকর্তা। পদোন্নতির ফলে তাদেরকে এবার মাঠ প্রশাসন থেকে তুলে আনা হবে। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েটি জেলা ডিসি নিয়োগ দেবে সরকার।
এর আগে গতকাল প্রশাসনের ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।
আরো পড়ুন : সংকটের সুযোগ নিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল