এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীকে ১-৩ গোলে হারালো মোহনবাগান

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

বিশেষ সংবাদদাতা: এ যেন গত বছরের এপ্রিল মাসেরই পুনরাবৃত্তি হলো। এএফসি কাপের ম্যাচে আজ(মঙ্গলবার) রাতে ঢাকার আবাহনী ক্রীড়া চক্রকে ১ – ৩ গোলে হারিয়ে মোহনবাগান আরও এগিয়ে গেল। অথচ ম্যাচের প্রথম গোলটি করেছিল আবাহনী। ১৭ মিনিটের মাথায় স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলে তারা এগিয়ে গিয়েছিল। কিন্তু, ৩৭ মিনিটে কামিংস গোলটি শোধ দিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আবাহনী। ৫৮ মিনিটে সুলেইমানির আত্মঘাতী গোল তাদের যাবতীয় উদ্যমে জল ঢেলে দেয়। ৬০ মিনিটে সুদূকু গোল করে তাদের দুঃখের পেয়ালা পূর্ণ করেন। কামিংস এর যে গোলে খেলায় সমতা ফিরে আসে সেটি ছিল একটি পেনাল্টি গোল। লিস্টন কোলাসোকে পেনাল্টি বক্সে ফেলে দেওয়ার ফলে মোহনবাগান পেনাল্টি পেয়েছিলো। দ্বিতীয়ার্ধে পরিবর্ত খেলোয়াড় কিয়ান নাসিরি এবং আশীষ রাই বেশ কয়েকবার আবাহনী রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করেন।

আবাহনী তাদের প্রথমার্ধের খেলার মতো দ্বিতীয়ার্ধে একদমই সংহত ছিলো না। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হবার ঠিক আগে মোবাইল ফোনের আলোয় উদ্ভাসিত হয় স্টেডিয়াম। আবাহনীর সাজঘরে তখন জমাট বাঁধা বিষন্নতা।

আরো পড়ুন : প্রবাসী পুত্রের ফেসবুকে লেখার কারণে গ্রেপ্তার মাকে জামিন দিলনা আদালত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *