আতিকুর রহমান নগরী : মাগফিরাত দশকের আর মাত্র একদিন বাকি। আগামীকাল ২০ রমজান সূর্যাস্তের পূর্বেই এতেকাফকারীদের এতেকাফের স্থানে পৌঁছতে হবে। এতেকাফ, যার অর্থ অবস্থান করা, স্থির থাকা। দুনিয়াদারি, কাজকর্ম ও পরিবার পরিজন থেকে মসজিদ অথবা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে শরীয়তের ভাষায় এতেকাফ বলা হয়।
এতেকাফ সুন্নাতে মুআক্কাদাহ কিফায়া। উম্মুল মুমিনীন আয়শা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রমজানের তৃতীয় দশকে রাসুলে মাকবুল (সা.) সারারাত জেগে থাকতেন। নিজ পরিবার পরিজনকে ইবাদত বন্দেগীতে মশগুল রাখার জন্য জাগিয়ে রাখতেন।
এতেকাফের গুরুত্ব: ২০শে রমজান সূর্যাস্তের কিছু পূর্ব থেকে ২৯ অথবা ৩০ তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখার তারিখের সূর্যাস্ত পর্যন্ত পুরুষের জন্য মসজিদে এবং মহিলাদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারিত স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে এতেকাফ বলে। রমজানের শেষ দশকের এই এতেকাফকে সুন্নাতে মুয়াক্কাদায়ে ক্বেফায়া। মসজিদভিত্তিক পাড়া-মহল্লার একজনকে হলেও এই এতেকাফ অবশ্যই করতে হবে। অন্ততপক্ষে যদি পাড়া-মহল্লার কোনো এক ব্যক্তি এই এতেকাফ করে নেয়, তবে সকল মহল্লাবাসীর পক্ষ হতে এতেকাফের দায়িত্ব আদায় হবে। কিন্তু মহল্লাবাসীদের পক্ষ থেকে একজনও যদি এতেকাফ না করে তবে এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে সমস্ত এলাকাবাসী গোনাহগার হবেন।-শামী।
কাজেই সকল মসজিদভিত্তিক মহল্লাবাসীর ওপর এই দায়িত্ব অর্পিত হয় যে, পূর্ব থেকে তারা খোঁজখবর নিয়ে দেখবে আমাদের মসজিদে কেউ এতেকাফ করবে কিনা? যদি এমন পাওয়া না যায়, তাহলে চিন্তা-ভাবনা ও আলাপ-আলোচনা করে কাউকে অবশ্যই এতেকাফে বসাতে হবে।
হিজরতের পর প্রিয়নবী (সা.) এতেকাফ ছাড়েননি।
এ ব্যাপারে সাহাবিদের উৎসাহিত করেছেন। এজন্য মুফতিগণ এ এতেকাফকে সুন্নাতে মুআক্কাদায়ে কেফায়া বলেছেন। যাদের সময় ও সুযোগ আছে তারা এতেকাফের প্রস্তুতি নিন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন। আমিন
আরো পড়ুন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন