টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটছে। এ ঘটনায় আগুন নেভাতে এনজিওর একটি ছোট ফায়ার সার্ভিস আগুন নেভানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার রাত ১২টার পর টেকনাফের লেদা নুরালীপাড়ার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুনের ঘটনা ঘটে।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।’
লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন জানান, হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। এনজিওর ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করছে। পাশাপাশি আমারও লোকজনকে ছড়িয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এরমধ্য ৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এখনো আগুন নেভানোর যায়নি।
ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের অনেক তীব্রতা বেশি। কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।’
আরো পড়ুন : শর্টসার্কিট থেকে নিউ সুপারমার্কেটে আগুনের সূত্রপাত