এবার ইসরাইলে রকেট হামলা চালাল লেবানন

আন্তর্জাতিক জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

ইসরাইলকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামালা চালানো হয়েছে। এ সময় ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহরগুলোতে সাইরেন বাজানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বোমা হামলার সময় দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে রকেট ছোড়া হয়েছে। সীমান্ত অঞ্চলে উত্তেজনার মধ্যেই এ হামলা চালানো লেবানন। গত তিনদিন ধরে ইসরাইলি বাহিনী ও লেবাননের সশস্ত্র দলগুলোর মধ্যে গোলাগুলি হচ্ছে।

সংবাদমাধ্যম রয়টার্স ও এএফপি মঙ্গলবার জানিয়েছে, ইসরাইলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনি দলগুলো এই পদক্ষেপ নিয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে রকেট উৎক্ষেপণের সময় তারা আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দিয়েছে।

এদিকে ইসরাইলের আশকেলন শহর লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। গাজা থেকে রকেট ছোড়ার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আশকেলনে সতর্কতা সংকেত বাজানো হয়।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে আশকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা। আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে হামাস।

আরো পড়ুন : হামাসের ক্ষুদ্রাকৃতির সস্তা ড্রোন ফাঁকি দিল ইসরাইলের রাডারকে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *