এবার ‘বন্ধু নয়’ এমন দেশগুলো নিয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক প্রচ্ছদ

ইউক্রেনে হামলা করার পর বিশ্বের অনেকগুলো দেশ রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। তাছাড়া নিয়েছে কঠোর সব সিদ্ধান্ত। করেছে তীব্র সমালোচনা।

যে দেশগুলোর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বা তাদের নিয়ে সমালোচনা করেছে সে সব দেশগুলোকে ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় রেখেছে রাশিয়া।

এবার এ দেশগুলোর নাগরিকদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা বা কঠোর বিধি-নিষেধ দিতে যাচ্ছে রাশিয়া। এমন খবর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার এ ব্যাপারে ল্যাভরভ বলেন, বন্ধু নয় এমন দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রির খসড়া তৈরি করা হয়েছে।

ল্যাভরভ আরও জানিয়েছেন, বন্ধু নয় এমন দেশের নাগরিকদের ওপর রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হবে।

রাশিয়ার বন্ধু নয়, এমন দেশের তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, , আইসল্যান্ড, কানাডা, লিশটেনস্টাইন, মাইক্রোনেশিয়া, মনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সান মারিনো।

এ তালিকায় আরও রয়েছে, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, মন্টেনেগ্রো, সুইজারল্যান্ড ও জাপান।

এ ছাড়া ব্রিটিশশাসিত জার্সি দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রালটার এলাকাও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *