এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান তোলেন সাকিব-মুশফিকরা। জবাবে ৬৬ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া কেউ তেমন রান করতে পারেনি। ১২২ বলে ৮৯ রানের ইনিংস খেলে শান্ত অবশ্য সেঞ্চুরির আক্ষেপ করছেন না। বরঞ্চ ৫০ ওভার পর্যন্ত উইকেটে না থাকতে পারার আক্ষেপ আছে তার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সেঞ্চুরি মিস করাই আক্ষেপ আছে কিনা। জবাবে শান্ত বলেন, ‘না আক্ষেপ নেই, আক্ষেপ একটাই আছে, যদি আমি পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। এটা যদি করতে পারতাম ভালো লাগত।’
তিনি আরও বলেন, আমরা এমন বোলিংয়ের বিপক্ষেও ভালো করে এসেছি। আজকে হয় নাই, আশা করি সামনের ম্যাচে ভালো হবে। উইকেট দেখে মনে হয়েছে আমাদের ব্যাটিং করা উচিত। আমরা সবাই ক্যাপ্টেন, কোচ একমত ছিলাম সিদ্ধান্তের ব্যাপারে। আমরা ভালো ব্যাটিং করিনি। আমি বলবো না উইকেট সহজ ছিল। কিন্তু আমরা চাইলে আরও ভালো ব্যাটিং করতে পারতাম।
আরো পড়ুন : আজ থেকে সরকার পতনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো