দক্ষিণ এশিয়ার সঙ্গীত নিয়ে সবচেয়ে বড় আয়োজন ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে। ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজীবন সম্মাননা। এ বছর এই সম্মাননা পেয়েছেন সঙ্গীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার রেনী।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু. রিয়াজ আহমেদ খান, কেকা ফেরদৌসী, শেখ সাদী খান, লিলি ইসলাম, চন্দনা মজুমদার, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী, মানাম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকিব খান, কুমার বিশ^জিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শুভ্র দেব, লিনু বিল্লাহ, শফি মন্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়–য়া, অঙ্কন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনা, তরিক মৃধা, তৃষা, মৌমিতা, বৃষ্টি, লাবিবা, সিঁথি, পূর্ণী, সুজন আরিফ, বিজয় মামুন, মেজবাহ বাপ্পী, ম্যাক আপেল সহ আরও অনেকে।
বিভিন্ন পারফরমেন্সে অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা, রমা, পায়েল ত্রিপুরা, ঈশিকা।
আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী : কিশোর দাস/ ফাহমিদা নবী/ মাহতিম শাকিব
আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার : জয় শাহরিয়ার/ হাবিব ওয়াহিদ/ কিশোর
আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার : আলী বাকের জিকো/ সিয়াম সরকার/ আসিফ ইকবাল
শ্রেষ্ঠ ব্যান্ড : চিরকুট/রেনেসাঁ/ কাশফুলের শহর দেখা
শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং : শাকের রাজা/ আমজাদ হোসেন বাপ্পী/ শফিকুল ইসলাম
শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী : হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা/ ইমরান ও পূজা/কোনাল ও আবরাল শাহির
শ্রেষ্ঠ ফোক ফিউশন শিল্পী : লায়লা/ সাব্বির নাসির/ আতিয়া আনিসা
শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) : শফি মন্ডল/ বাউল সুকুমার/দীপু বাউল
ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী : ইমরান মাহমুদুল/ পিন্টু ঘোষ ও সুকণ্যা মজুমদার ঘোষ/ রাহুল আনন্দ
ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার : ইমন চৌধুরী/ আহমেদ হুমায়ুন/ মুনতাসির তুষার
ছায়াছবির গান- শ্রেষ্ঠ গীতিকার : রাকিব হাসান রাহুল/ এ মিজান/ মীর সাব্বির
শ্রেষ্ঠ মিউজিক ভিডিও : সৈকত রেজা/ সাইফুল ইসলাম রোমান/ পিপলু আর খান
শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী : ইউসুফ আহমেদ খান/ সালাউদ্দিন আহমেদ/ প্রিয়াঙ্কা গোপ
শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত : শামা রহমান/ তানজিন তমা/ নির্ঝর চৌধুরী
শ্রেষ্ঠ নবাগত শিল্পী : সুুমনা/ বন্যা তালুকদার/ নুজহাত সাবিহা পুষ্পিতা