করোনায় ৬ জনসহ মৃত্যু ২৯,১৬০; ১,১০৫ জন শনাক্তসহ দেশে আক্রান্ত ১৯,৭৬,৭৮৭ জন

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়। শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন শুক্রবার দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। তার আগের বৃহস্পতিবার করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। সেই হিসেবে প্রতিদিনই করোনায় মৃত্যু বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৬০ জন।

আরো পড়ুন : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৯টি নির্দেশনা

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

আরো পড়ুন : হজ পালন করতে গিয়ে আরো ৪ জনসহ মোট ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *