কলকাতায় প্রথমবারের মতো গঙ্গার নিচ দিয়ে পাড়ি দিল মেট্রোরেল

অর্থনীতি আন্তর্জাতিক প্রচ্ছদ ভ্রমণ

ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রোরেলের ইতিহাসের নতুন দিনের সূচনা হয়েছে।

প্রথমবারের মতো গঙ্গা নদীর তলদেশ দিয়ে তৈরি সুড়ঙ্গের মধ্য দিয়ে পাড়ি দিল মেট্রোরেল।খবর এনডিটিভির।

বুধবার দুপুরে দুটি মেট্রোরেল মহাকরণ থেকে পৌঁছেছে হাওড়া ময়দান স্টেশনে। দুপুর ১২টার দিকে গঙ্গার নিচ দিয়ে প্রথম গড়ায় কলকাতা মেট্রোরেলের চাকা।

প্রথমটিতে যাত্রা করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এরপর দ্বিতীয়টিও একইভাবে সুড়ঙ্গপথে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছায়।

এর মধ্য দিয়ে বহু প্রতীক্ষীত এ সুড়ঙ্গ পথে মেট্রোর পরীক্ষামূলক প্রস্তুতি পর্ব সম্পন্ন হল।এখন আর কেবলমাত্র সেতু নয়, সুড়ঙ্গপথেও জুড়ে গেল কলকাতা আর হাওড়া।

মেট্রোর জেনারেল ম্যানেজারও এ যাত্রাকে ‘ঐতিহাসিক ঘটনা’ বর্ণনা করে বলেছেন, গঙ্গার নিচ দিয়ে এই সুড়ঙ্গ পথে আরও সাত মাস ট্রায়াল রান চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই ট্রায়াল চালানো হবে। ট্রায়াল রান শেষ হওয়ার পর যাত্রীদের জন্য এ পথে মেট্রো চলাচল শুরু হবে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথটি ৪ দশমিক ৮ কিলোমিটারের। চলতি বছর শেষেই এ পথে যাত্রীবাহী মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী মেট্রো কর্মকর্তারা।

আরো পড়ুন : এ মুহূর্তে সড়ক নির্মাণ সমস্যার চেয়ে উত্তরাঞ্চলের ফিটনেসহীন গাড়ি এখন ‘গলার কাঁটা’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *