কানে হেডফোন লাগিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জনদুর্ভোগ জাতীয় পুরুষ প্রচ্ছদ ভ্রমণ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : কানে হেডফোন লাগিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী মারা গেছেন। তাঁর নাম আবদুর রহমান (৫০)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কমলাপুরে অবস্থিত ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে হেডফোন কানে লাগিয়ে মালিবাগের রেললাইন পার হচ্ছিলেন আবদুর রহমান। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

ওসি ফেরদৌস আহমেদ বলেন, আবদুর রহমানের মুঠোফোন থেকে তাঁর এক আত্মীয়ের সঙ্গে কথা বলে নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে তাঁর স্ত্রী শিখা বেগম ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন। তিনি সপরিবার নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় থাকতেন। স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন : রাজধানীতে আটটি অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যালয় সিলগালা, গ্রেপ্তার ১

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *