নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুই তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কামরাঙ্গীরচরের হৃদয় মিয়া (২৮) ও বাড্ডার সজল আহমেদ (২৩)। মঙ্গলবার দুপুরে ও বিকেলে এই ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আনোয়ার বলেন, হৃদয় মিয়া পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে বসবাস করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন হৃদয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলিফ্যান্ট রোডের একটি দোকানে চাকরি করতেন হৃদয়।
বাড্ডার সজল আহমেদের খালাতো ভাই সাদমান হোসেন বলেন, বাড্ডার সলিমুদ্দিন লেনের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খালাতো ভাইকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপপরিদর্শক আরিফুর রহমান বলেন, সজল আহমেদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
আরো পড়ুন : এবার ডেঙ্গুতে শিশুদের শরীরে বিভিন্ন জটিলতা বেশি দেখা যাচ্ছে