খুলনা জেলা কারাগারে থাকার পরও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় আসামি করা হয়েছে মহানগর বিএনপি’র সদস্য গাজী আফসার উদ্দিনকে। অথচ নাশকতা মামলায় গত এক মাস ধরে কারাগারে রয়েছেন তিনি। কারাগারে থাকার পরও তাকে আসামি করায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি’র নেতারা। আফসার উদ্দিন নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া চতুর্থ গলির বাসিন্দা। মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, গত ১লা এপ্রিল রাতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) অজিত কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আটশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ৪০নং আসামি করা হয়েছে মহানগর বিএনপি’র সদস্য গাজী আফসার উদ্দিনকে। অথচ প্রায় এক মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। তিনি আরও বলেন, গত ১লা এপ্রিল দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতাকর্মীরা খণ্ড মিছিল সহকারে সেখানে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে।
একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং তাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপি’র ১২ নেতাকর্মী আহত হয়। শফিকুল আলম মনা জানান, তাদের ওপর পুলিশ হামলা করলো, অথচ উল্টো মিথ্যা মামলা দিলো। আবার সেই মামলায় কারাগারে থাকা বিএনপি’র নেতাকেও আসামি করা হয়েছে। এ ব্যাপারে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, হামলাকারী হিসেবে প্রাথমিকভাবে যাদের নাম পাওয়া গিয়েছিল তাদেরকে আসামি করা হয়। গাজী আফসার কারাগারে রয়েছে কিনা তা জানা নেই। তদন্তে যদি তার কারাগারে থাকার বিষয়টি সত্য হয়, তাহলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।
আরো পড়ুন : সকল অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প