কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেলপথের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও রতনের শিশুসন্তান সানি (৬)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তৈয়ব জানান, তাঁরা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে পড়ে। পরে তাঁরা বাস থেকে নেমে রেলপথে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা তিনজন মারা যান।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আলী আকবর জানান, বাস থেকে নেমে অসতর্কভাবে হাঁটা-হাটি করার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। একজনের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাদের বাড়ি নাটোর বলে জানা গেছে।

আরো পড়ুন : ধারণক্ষমতার ৩-৪ গুণ রোগীতে ঠাসাঠাসি শেরেবাংলা মেডিকেল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *