কালীগঞ্জে সারে ১২ কোটি টাকার রাস্তা ও মৎস্য সপ্তাহের উদ্বোধন এবং চেক বিতরণ

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

মো.ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সারে ১২ কোটি টাকার গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও ঐচ্ছিক তহবিল, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ ভাতা ও ঋনের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রধান ও জুয়েনা আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম প্রমূখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান জাতীয় মৎস্য সপ্তাহের বর্নাঢ্য র‌্যালী নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী ঘোষণা করেন। পরিশেষে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৮ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের মধ্যে ২০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১০ লাখ এবং জাতীয় মহিলা সংস্থার ২৫০ জন প্রশিক্ষনার্থীর মাঝে ২৬ লাখ ১ হাজার ৭৫০ টাকা প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করেন।

এ সময় অন্যান্যের মাঝে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রসাশনিক কর্মকর্তা মো. হুমায়ুন শিকদার সহ বিভিন্ন ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বুধবার বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের জামালপুর জিসি-ফুলদী বাজার রাস্তার ৭৬০০ মিটার পূর্নবাসন কাজের উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার জানান, স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, গাজীপুর এর তত্বাবধানে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের জামালপুর জিসি-ফুলদী বাজার রাস্তাটি পূর্নবাসনে ১২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৫৩৮ টাকা ব্যয় করা হয়।
মো.ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ গাজীপুর

আরো পড়ুন : অন্তত ‘৫০ কোটি টাকার সম্পদের মালিক’ পিএসসি’র সাবেক গাড়িচালক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *