ক্রিস গেইলের পর মাইলফলক স্পর্শ করলেন তামিম

খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন সফলতার গল্প হ্যালোআড্ডা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশের প্রথম এবং সবমিলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের আগে এই রেকর্ড গড়েন ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার গেইল বিপিএলে ৫২ ইনিংসে ব্যাট করে ১৩৭টি ছক্কা হাঁকান। তামিম ১০৩টি ছক্কা হাঁকাতে খেলেছেন ৯৭ ইনিংস।

বুধবার চট্টগ্রামে দুরুন্ত ঢাকার বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ইনিংসে ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭১ রান করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলে ছক্কার তালিকায় তামিমের খুব কাছে আছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ১০৮ ইনিংসে ইমরুলের ছক্কা ৯৭টি। মুশফিকের ১১৩ ইনিংসে সমান ৯৭টি। এছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে কেবল মাহমুদউল্লাহর, ১০৭ ইনিংসে ৯৪টি।

আরো পড়ুন : ফখরুল-খসরুর কারামুক্তিতে বাধা রইলনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *